নতুন ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে নেহা
RBN Web Desk: একটি নতুন বাংলা ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে চলেছেন নেহা অমনদীপ। এর আগে পৌরাণিক কাহিনীভিত্তিক ‘ওম নমঃ শিবায়’ ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। নতুন ধারাবাহিকটির নাম জানা না গেলেও, শোনা যাচ্ছে যে এটি পরিচালনার দায়িত্বে থাকবেন স্নেহাশিস চক্রবর্তী। শ্যুটিং শুরু হওয়ার কথা শীঘ্রই।
স্টুডিওপাড়া সূত্রের খবর যে নতুন এই ধারাবাহিকে নেহার বিপরীতে দেখা যাবে গৌরব মণ্ডলকে। গৌরবও এর আগে ‘ওম নমঃ শিবায়’ ধারাবাহিকে কাজ করেছেন।
আরও পড়ুন: এবার মার্কিন মুলুকে দৃষ্টিহীন চিত্রকরের কাহিনী
গত বছর নভেম্বরে বন্ধ হয় ‘ওম নমঃ শিবায়’-এর সম্প্রচার। এরপর ‘দিদি নাম্বার ওয়ান’-এর একটি পর্বে উপস্থিত হয়েছিলেন নেহা। এছাড়াও এক রাজকুমারীর চরিত্রে তাঁকে দেখা গেছে ‘ঠাকুমার ঝুলি’ ধারাবাহিকে। ২০১৬ সালে সম্প্রচারিত ‘স্ত্রী’ ধারাবাহিক দিয়ে টেলিভিশনে তাঁর অভিনয় জীবন শুরু করেন নেহা।