রাতের কলকাতায় বিপদের মুখে বনি-কৌশানি
RBN Web Desk: রাতের কলকাতা শহরে বিপদের মুখে পড়লেন কৌশানি মুখোপাধ্যায়। আর তাকে সাহায্য করতে এগিয়ে এলেন বনি সেনগুপ্ত। না, বাস্তবে নয়। সায়ন বসু চৌধুরীর নতুন ছবি ‘রাতের শহর’ এ অভিনয় করছেন বনি-কৌশানি। গতকাল, উল্টোরথের দিন প্রকাশ্যে এল এই ছবির প্রথম লুক। বন্দুক হাতে সাহসী ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন বনি। হালকা গোলাপি সালোয়ারে বনির এক হাত আলতো জড়িয়ে আছেন কৌশানি।
ছবির গল্প কী নিয়ে?
কলকাতার নিঝুম রাত। বাড়ি ফেরার শেষ ট্রেনটা মিস করে প্রিয়াঙ্কা (কৌশানি)। অজানা আতঙ্কে সে ভয় পেতে শুরু করে। এরই মধ্যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় অর্ক (বনি)। সেই রাতেই প্রিয়াঙ্কাকে তার বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দেয় সে। তারপর দুজনেই এক চরম বিপদের সম্মুখীন হয়। এক হত্যাকারি তাদের পিছু নেয়। কীভাবে অত রাতে বিপদের হাত থেকে রক্ষা পাবে তারা?
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
দীর্ঘদিন জুটি বেঁধে অভিনয়ের পর বেশ কিছুদিন বিরতি নিয়েছিলেন বনি-কৌশানি। তবে এখন পরপর ছবিতে সই করছেন তাঁরা। ‘সব কোরো প্রেম কোরো না’, ‘শুভ বিজয়া’র পর এবার ‘রাতের শহর’-এ তাঁদের এক ফ্রেমে দেখা যাবে। এর আগে থ্রিলার জাতীয় কোনও ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যায়নি। চিত্রনাট্যের অভিনবত্বের কারণে সায়নের ‘রাতের শহর’-এ ফিরলেন তাঁরা, এমনটাই বললেন বনি-কৌশানির।
‘রাতের শহর’-এর সঙ্গীত পরিচালনা করছেন স্যাভি ও অমিত মিত্র। ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ঋষি রাজকে। রাতের কলকাতাতেই বেশিরভাগ শুটিং হবে।
এ মাসেই শুরু হবে ‘রাতের শহর’-এর শুটিং।