রিঙ্গোর থ্রিলার সিরিজ়ে জয়ী, নীল, তৃণা, সৌরভ

RBN Web Desk: ছবি হোক বা ওয়েব সিরিজ়, থ্রিলারেই ভরসা রাখতে চাইছেন নির্মাতারা। বিবিধ প্রেক্ষাপটে নতুন রহস্য দর্শকের সামনে উপস্থাপন করছেন বিভিন্ন পরিচালক। এবার সেই বৈচিত্রের মধ্যে নতুন যোগদান হতে চলেছে অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের (Arnab Riingo Banerjee) পরিচালনায় থ্রিলার সিরিজ় ‘মিল্কশেক মার্ডারস’ (Milkshake Murders)। তবে এবার কাহিনি প্রেক্ষাপট ভারত নয়, আন্তর্জাতিক স্তরে বোনা হবে রহস্যের জাল।

এই সিরিজ়ের প্রেক্ষাপট থাইল্যান্ড। কাহিনি গড়ে উঠেছে আন্তর্জাতিক প্রকাশনা জগতের আলো-আঁধারি নিয়ে। পাটায়ানিবাসী এক ব্যর্থ লেখক বারবার বহু প্রকাশকের থেকে প্রত্যাখ্যাত হয়ে সকলের থেকে নিজেকে আড়াল করে রাখতে চলে যান ফিফি দ্বীপে। সেখানে তাঁর সঙ্গে এক বাঙালি, পাগলাটে ভদ্রলোকের আলাপ হয়। কথায়-কথায় সেই লেখক জানতে পারেন, এই নতুন আলাপীও লেখালেখি করেন এবং তাঁর প্রথম বইটি মোটা টাকার বিনিময়ে ছাপতে চলেছে এক নামকরা প্রকাশনা সংস্থা। তিনি অবশ্য তখনও পাণ্ডুলিপি জমা দিয়ে উঠতে পারেননি।

আরও পড়ুন: হরর-কমেডিতে সঞ্জয় দত্ত

পরদিন সেই ব্যর্থ লেখককে তার পাণ্ডুলিপি পড়তে দিয়ে সমুদ্রে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে যান পাগলাটে ভদ্রলোক। পাণ্ডুলিপি আত্মসাৎ করে সেই লেখক জনপ্রিয় হলেও, সেই বইয়ের কাহিনির সঙ্গে জড়িয়ে যায় কয়েকটি খুনের ইতিহাস। লোভে পাপ, আর পাপে? সেই প্রশ্নের উত্তর থাকবে এই সিরিজ়ে।

এই প্রথম কোনও ওয়েব সিরিজ়ে অভিনয় করতে চলেছেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। অন্যান্য চরিত্রে রয়েছেন তৃণা সাহা (Trina Saha), সৌরভ দাস (Sourav Das), জয়ী দেব রায় (Joey Debroy), অলোক সান্যাল, তপস্যা দাশগুপ্ত ও জয়ন্ত মন্ডল।

Milkshake Murders

শুটিংয়ে টিম ‘মিল্কশেক মার্ডারস’

পরিচালনা ছাড়াও এই সিরিজ়ের কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন রিঙ্গো। এছাড়াও চিত্রগ্রহণ, আবহসঙ্গীত, সম্পাদনার দায়িত্বও সামলেছেন তিনি।

রিঙ্গো জানালেন, “‘মিল্কশেক মার্ডারস’ দ্রুতগতির ব্যতিক্রমী থ্রিলার, যার চরিত্রগুলো নিজেদের অদৃষ্ট আর আকস্মিক সাফল্যের খেলায় জড়িয়ে যায়। নিজেদের স্বার্থে এরা একে অপরকে প্রয়োজনে ব্যবহার করে এমনকী প্রতারণা করতেও পিছপা হয় না। এর ফল হয় শুধুই হতাশা, মানসিক উৎপীড়ন ও জিঘাংসা। বর্তমান স্বার্থান্বেষী সময়ের দলিলকেই এই থ্রিলারধর্মী রূপকের মাধ্যমে তুলে আনার চেষ্টা করেছি।”

আরও পড়ুন: বড়পর্দায় সুকুমার সেনের জীবনী

নীল জানালেন, “অভিনেতা হিসেবে টেলিভিশনে বেশ কয়েক বছর কাটানোর পরে এই প্রথম ওয়েব সিরিজ়ে কাজ করলাম। এই সিরিজ়টা খুব স্পেশাল এবং বিভিন্ন কারণে আমার মনের খুব কাছাকাছি।”
সৌরভ জানালেন, “ফিচার ছবির সূত্রে বিদেশে গিয়ে শুটিং করে থাকলেও ওয়েব সিরিজ়ে জন্য এই প্রথম দেশের বাইরে শুটিং করালাম। দারুণ অভিজ্ঞতা হলো।”

পাঁচ পর্বের এই সিরিজ় শীঘ্রই মুক্তি পাবে ক্লিক প্ল্যাটফর্মে।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *