বড়পর্দায় সুকুমার সেনের জীবনী
RBN Web Desk: তিনি আমলা ও দেশের প্রথম পদ্মভূষণ সম্মান প্রাপকদের মধ্যে অন্যতম। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনারও তিনি। সেই সুকুমার সেনের জীবনী এবার আসছে বড়পর্দায়। গতকাল আনুষ্ঠানিকভাবে এই ছবির ঘোষণা করা হলো। ছবিটি উপস্থাপনার দায়িত্বে রয়েছেন সিদ্ধার্থ রায় কপূর। ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘শাহিদ’, ‘বরফি!’, ‘দঙ্গল’ ও ‘হায়দর’-এর মতো ছবি প্রযোজনা করেছেন তিনি।
সংবাদমাধ্যমকে সিদ্ধার্থ জানিয়েছেন, সুকুমার সেন (Sukumar Sen) জাতীয় নায়ক। ভারতে গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম কারিগর ছিলেন তিনি। ওঁর জীবন কাহিনি সকলের জানা উচিত। সুকুমার সেনের হাত ধরে দেশের রাজনীতির মানচিত্র পাওয়া সম্ভব। সেই কারণেই তাঁর গল্প বলা খুব প্রয়োজনীয় বলে মনে করেন সিদ্ধার্থ।
আরওপড়ুন: জারি রইল সিংহাসনের লড়াই
এক সদ্য স্বাধীন হওয়া দেশে প্রথম সাধারণ নির্বাচন সংগঠন করা ছিল অত্যন্ত কঠিন কাজ। সেই কাজই করে দেখিয়েছিলেন সুকুমার। ১৯৫৭ সালের নির্বাচনের নেতৃত্বেও ছিলেন তিনি।
সুকুমারের চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও পর্যন্ত ঠিক হয়নি। তবে আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাওয়ের মতো অভিনেতারা নজরে রয়েছেন বলে জানা গেছে।
ছবি: জাগরণ