হরর-কমেডিতে সঞ্জয় দত্ত
RBN Web Desk: অ্যাকশন, রোমান্স, ড্রামা, সব ধরণের ছবিতেই তাঁকে দেখেছেন দর্শক। দীর্ঘ অভিনয় জীবনে প্রথম সারির সব পরিচালকের ছবিতে কাজ করেছেন তিনি। তবু আজ পর্যন্ত কোনও হরর-কমেডি ছবিতে অভিনয় করেননি সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। এবার সেটাই হতে চলেছে।
‘দ্য ভার্জিন ট্রি’ ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাঁকে। ২০২২ সালে এই ছবির ঘোষণা হয়েছিল। শোনা যাচ্ছে, ছবিটি আগস্টে মুক্তি পাবে। সঞ্জয় অভিনীত চরিত্রটি অতিপ্রাকৃতিক বিষয় নিয়ে গবেষণা করে। ছবিতে একাধিক যন্ত্রের ব্যবহার দেখা যাবে বলে জানা গেছে। ‘দ্য ভার্জিন ট্রি’ পরিচালনা করবেন সিদ্ধান্ত সচদেব। এটাই তাঁর পরিচালিত প্রথম ছবি।
আরও পড়ুন: বাংলাদেশি থ্রিলারে স্বস্তিকা
সঞ্জয় ছাড়াও এ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন পলক তিওয়ারি ও মৌনী রায়। ‘দ্য ভার্জিন ট্রি’তে একাধিক গান থাকবে বলেও জানা গেছে।