তাঁর ছবি কোনওভাবেই বাদল সরকারের জীবনী নয়, জানালেন পরিচালক
RBN Web Desk: তাঁর পরিচালিত ‘শহরের উপকথা’ বাদল সরকারের লেখা ‘বাকি ইতিহাস’ নাটক অবলম্বনে তৈরি হলেও, তা কখনওই কলকাতায় স্ট্রিট থিয়েটার প্রচলনের অন্যতম কাণ্ডারীর জীবনী নয়, এমনটাই জানালেন ছবির পরিচালক বাপ্পা। বাদল সরকারের ভূমিকায় অভিনয় করছেন শুভাশিস মুখোপাধ্যায়। প্রয়াত নাট্যকারের লুকে শুভাশিস ইতিমধ্যেই বেশ শোরগোল ফেলে দিয়েছেন।
“আমি নিজে একজন আদ্যোপান্ত থিয়েটার জগতের মানুষ। বাদল সরকারের এমন বহু নাটক আছে যেগুলো অনেকেরই অজানা। আমি ওঁর বহু নাটক নিয়ে পড়াশোনা করেছি। তাই আমার মনে হলো ‘শহরের উপকথা’র মাধ্যমে বাংলা থিয়েটারের প্রতি ওঁর অবদান তুলে ধরা যাবে,” রেডিওবাংলানেট-কে জানালেন বাপ্পা।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
এই ছবির অন্যান্য ভূমিকায় রয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায়, জয় সেনগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায় ও অন্যান্যরা।
“এই ছবি কোনওভাবেই বাদল সরকারের জীবনী নয়,” জানালেন বাপ্পা। “আমি ‘বাকি ইতিহাস’-এর অনুপ্রেরণায় এই ছবির গল্প লিখেছি। ছবির কেন্দ্রে রয়েছে একটি ছেলে যার স্বপ্ন ছবি বানানো। সে দীর্ঘদিন তাঁর বিভিন্ন নাটক নিয়ে পড়াশোনা করে। ভ্লাদিমির নবকোভের লেখা বিখ্যাত উপন্যাস ‘ললিতা’ নিয়েও সে পড়াশোনা করেছে। কারণ এই উপন্যাসের অনুপ্রেরণায় ‘বাকি ইতিহাস’ লেখা হয়। আর সেখান থেকেই ছেলেটি বাদল সরকারের কাছে যায় এবং ছবি তৈরির ইচ্ছা প্রকাশ করে।” এই ছেলেটির ভূমিকায় অভিনয় করছেন রাহুল।
‘শহরের উপকথা’ সম্পাদনা করেছেন অনির্বাণ মাইতি, সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌম্য ঋত।
শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘শহরের উপকথা’।