অন্তত পাঁচ বছর থিয়েটার করার পরামর্শ মনোজের

RBN Web Desk: ইদানিং যেভাবে সোশ্যাল মিডিয়ায় রিল তৈরির হুজুগ শুরু হয়েছে তা নিয়ে বিরক্তি প্রকাশ করলেন মনোজ বাজপেয়ী। রিল বানিয়ে আর যাই হোক, অভিনেতা হওয়া যায় না বললেন তিনি। সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মনোজ। তাঁর মতে অভিনয় শিখতে হলে থিয়েটার করতে হবে। “রিল ভিডিও বানিয়ে অভিনেতা হওয়া যায় না। অন্তত পাঁচ বছর থিয়েটার করুন, ওতেই একমাত্র অভিনয় শেখা যায়,” বললেন তিনি। 

সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘জোরাম’। এক বাবা ও তার ছোট্ট মেয়ের পালিয়ে বেড়ানোর গল্প। ছবিটি সকলকে দেখতে অনুরোধ করলেন মনোজ। একটি ছোট বাচ্চাকে কোলে নিয়ে শ্যুটিং করতে হয়েছে তাঁকে। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি বিশেষ করে মাইনের ভেতর গরমে অতটুকু বাচ্চাকে নিয়ে কাজ করা খুবই কঠিন ছিল বলে জানালেন তিনি। 

আরও পড়ুন: ‘দেবদাস’ শরৎচন্দ্রের বেশ দুর্বল উপন্যাস, মত অনুরাগের

মনোজ নিজে খুব একটা হিন্দি ছবি দেখেন না। নিজেই জানালেন সে কথা। যেসব ছবি তিনি বেশি দেখেন তার মধ্যে রয়েছে মরাঠি, দক্ষিণী ও বাংলা ছবি। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকসহ অনেকের ছবিই দেখেন তিনি। বাংলা ছবিতে কাজ করতেও আগ্রহী। “তামিল বা তেলুগু ভাষার চেয়ে বাংলা বলা অনেক সহজ। তাই সেইসব ছবি করতে পারলে বাংলা কেন করব না,” বললেন তিনি। 

অন্তত পাঁচ বছর থিয়েটার

সুধীর মিশ্রর সঙ্গে

ওটিটি প্ল্যাটফর্মের ওপর সেন্সরের কাঁচির তীব্র বিরোধী মনোজ। বললেন, “আমার মনে হয় সবটাই পরিচালকদের হাতে ছেড়ে দেওয়া উচিত। দর্শক নিজেই বেছে নেবেন তাঁরা কোনটা দেখতে চান বা চান না। যখন প্রথম ওটিটিতে সেন্সর ছাড়া কাজ শুরু হলো তখন যৌনতা ও হিংসার ছড়াছড়ি দেখা যাচ্ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিচালকরা দায়িত্ববান হয়ে উঠেছেন, তাই এখন ভালো কনটেন্ট তৈরি হচ্ছে।” সেন্সর এনে কনটেন্টের বিশুদ্ধতাকে নষ্ট করে ফেলার বিরোধী তিনি। 

আশির দশকের নায়করা যেখানে সমাজকে নীতিবোধ শিখিয়েছে সেখানে আজকের নায়কদের গ্রিক দেবতা বলে বর্ণনা করলেন মনোজ। “অনেকে আমাকে বা নওয়াজ়কে (নওয়াজ়উদ্দিন সিদ্দিকি) প্রশ্ন করেন, আমরা কেন তথাকথিত নায়কের চরিত্রে অভিনয় করি না। আমি তো বলব, আমরাই এখনও সেই নায়কের চরিত্র করছি। বাকিরা তো গ্রিক গড!” 

সাংবাদিক বৈঠকের পর একতারা মঞ্চে তাঁর এবং পরিচালক সুধীর মিশ্রের মাস্টারক্লাসে নিজের অভিনয় জীবনের শুরুর দিকের নানা ঘটনার কথা দর্শককে শোনালেন মনোজ। রবীন্দ্রসদনে বহুবার থিয়েটার করতে এসেছেন তিনি। এবার এসেছিলেন চলচ্চিত্র উৎসবে মাস্টারক্লাসের আমন্ত্রণ পেয়ে। তবে পরেরবার নিজের ছবি নিয়েই এখানে উপস্থিত থাকতে চান তিনি। 

ছবি: সুফল ভট্টাচার্য




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *