টেলিভিশনে ফিরছে ‘পরশুরামের গল্প’
RBN Web Desk: করোনার প্রকোপে প্রায় দু’মাস ধরে বন্ধ রয়েছে সমস্ত সিনেমা ও মেগাসিরিয়ালের শুটিং। ১৭ মার্চ ফেডারেশন অফ সিনে টেকনিশিয়নস অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া, আর্টিস্টস ফোরাম, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন (ইম্পা) ও প্রোডিউসার্স গিল্ডের এক যৌথ সভায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
নব্বইয়ের দশকে দূরদর্শন উপহার দিয়েছিল একের পর এক দুর্ধর্ষ ধারাবাহিক। সেই ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় ছিল ‘পরশুরামের গল্প’। বিশিষ্ট সাহিত্যিক রাজশেখর বসু ‘পরশুরাম’ ছদ্মনামে নানা কৌতুকরসের কাহিনী রচনা করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘কচি সংসদ’, ‘ভূষণ্ডীর মাঠে’, ‘হনুমানের স্বপ্ন’ ও ‘আতার পায়েস’। এরকমই কিছু কাহিনী নিয়ে অশোক মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হয়েছিল ‘পরশুরামের গল্প’। অভিনয় করেছিলেন রমাপ্রসাদ বণিক, অনিল দে, মেঘনাদ ভট্টাচার্যর মতো অভিনেতারা।
আরও পড়ুন: বাইপোলার ডিসঅর্ডার থেকে চরম অবসাদ, হোমসে ‘ডুবে’ গিয়েছিলেন জেরেমি
বর্তমানে লকডাউনের একঘেয়েমি কাটাতে দূরদর্শন শুরু করেছে বেশ কিছু পুরোনো, জনপ্রিয় ধারাবাহিকের পুনঃসম্প্রচার। সেই ধারা বজায় রেখেই আজ থেকে টেলিভিশনে ফিরছে ‘পরশুরামের গল্প’।