মুখোমুখি লড়াইয়ে ‘ব্রহ্মার্জুন’, প্রকাশ্যে লুক

RBN Web Desk: অ্যাকশন ছবিতে এবার মুখোমুখি অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত (Anindya Sengupta) ও রোহন ভট্টাচার্য (Rohaan Bhattacharjee)। শৌভিক দের পরিচালনায় ‘ব্রহ্মার্জুন’ ছবিতে একে অপরের বিরুদ্ধে লড়বেন তাঁরা। অভিনেতাদের প্রথম লুক প্রকাশ্যে এল আজ। অনিন্দ্য ও রোহন ছাড়াও ছবিতে রয়েছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, অমিত শেঠী, খরাজ মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায় ও মীনাশেঠী মণ্ডল।

ঝাড়খণ্ডের দুটি বিস্তীর্ণ অঞ্চল গালুডি ও শেখমুলুক নিয়ে এই ছবির কাহিনি। এই দুই এলাকায় নিজেদের রাজত্ব চালায় নরেশ পাল ও আলম শেখ। মাদক পাচার করাই এদের অন্যতম ব্যবসা। সেই নিয়ে চলে রেষারেষি, ক্ষমতার লড়াই। এই ঝামেলার মাঝেই দুই দলে ঢুকে পড়ে ব্রহ্মা ও অর্জুন। এবার কি তবে দুই দলের মধ্যে সংঘর্ষ অনিবার্য? 

আরও পড়ুন: চিত্রনাট্য তৈরি, এবার কি বাঙালি পরিচালক?

ছবিতে ব্রহ্মার চরিত্রে দেখা যাবে রোহনকে। অর্জুনের চরিত্রে রয়েছেন অনিন্দ্য। প্রিয়াঙ্কা থাকবেন পুষ্পার চরিত্রে। অমিতকে দেখা যাবে নান্নু যাদবের ভূমিকায়। শোনা যাচ্ছে মুম্বইয়ের কয়েকজন অভিনেতাকেও দেখা যেতে পারে ছবিতে।

শুটিং শুরু হবে কিছুদিনের মধ্যেই। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *