উৎপলেন্দু চক্রবর্তী প্রয়াত
RBN Web Desk: চলে গেলেন চলচ্চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী (Utpalendu Chakrabarty)। আজ সন্ধ্যায় রাণীকুঠিতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৬ বছর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগে মৃত্যু হয়েছে তাঁর।
এপ্রিল মাসে বাড়িতে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যাওয়ার পর বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন উৎপলেন্দু। পরে কোমরের অপারেশন করা হয়। মে মাসে আবারও হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বয়সজনিত নানা অসুস্থতার সঙ্গে ইদানিং স্মৃতিশক্তির সমস্যাতেও ভুগছিলেন তিনি। তাঁর বহুদিনের সহকারী অর্ঘ্য মুখোপাধ্যায় জানিয়েছেন হঠাৎই আজ অসুস্থ হয়ে পড়েন উৎপলেন্দু। কয়েকদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছিল না পরিচালকের। আজ বিকেলে চা খাওয়ার পরেই ক্রমশ নিস্তেজ হয়ে পড়েন।
আরও পড়ুন: মঞ্চে ফিরল ‘দেবী চৌধুরানী’
সত্তর এবং আশির দশক জুড়ে বেশ কিছু চলচ্চিত্র, টেলিফিল্ম এবং তথ্যচিত্র নির্মাণ করেছেন উৎপলেন্দু। তাঁর ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ‘চোখ’ (Chokh), ‘দেবশিশু’, ‘ময়না তদন্ত’। শেষ কাজ ১৯৯৪ সালের ছবি ‘প্রসব’। সত্যজিৎ রায়ের ছবির সঙ্গীত, দেবব্রত বিশ্বাস এবং সুনীল গঙ্গোপাধ্যায়দের নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন তিনি। ‘চোখ’ ছবির জন্য তিনি সেরা পরিচালক এবং সেরা ছবির জাতীয় পুরস্কার জিতে নেন ১৯৮২ সালে। এছাড়া এই ছবির জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবেও পুরস্কৃত হয়েছিলেন তিনি। পরবর্তীকালে সত্যজিৎকে নিয়ে তৈরি তথ্যচিত্রের জন্যেও জাতীয় পুরস্কার পেয়েছিলেন ১৯৮৪ সালে।
পরিচালকের প্রাক্তন স্ত্রী পরিচালক শতরূপা সান্যাল ও দুই কন্যা অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ও চিত্রাঙ্গদা চক্রবর্তী বর্তমান। তবে পরিবারের সঙ্গে বহুদিন কোনও যোগাযোগ ছিল না তাঁর।
ছবি: ইউটিউব