এবার দক্ষিণের সর্বভারতীয় ছবিতে আমির?
RBN Web Desk: এবার দক্ষিণী ছবিতে অভিনয় করতে চলেছেন আমির খান (Aamir Khan)। তেলুগু পরিচালক লোকেশ কানাগারাজের (Lokesh Kanagaraj) প্যান-ইন্ডিয়া ছবিতে তাঁকে মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এখনও ছবি নিয়ে কোনও ঘোষণা করেননি দু’পক্ষের কেউই। তবে শোনা গিয়েছে দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনার স্তরে রয়েছে বিষয়টি।
লোকেশ এর আগে থালাপতি বিজয় এবং বিজয় সেতুপতিকে নিয়ে ‘মাস্টার’, কমল হাসানকে নিয়ে ‘বিক্রম’ এবং আরও অন্যান্য ব্লকবাস্টার ছবি করেছেন। শোনা যাচ্ছে তাঁর আগামী ছবি নিয়ে খুব শীঘ্রই ঘোষণা আসতে চলেছে।
আরও পড়ুন: মঞ্চে ফিরল ‘দেবী চৌধুরানী’
এই মুহূর্তে আমির ব্যস্ত রয়েছেন তাঁর ‘সিতারে জমিন পর’ (Sitaare Zameen Par) ছবির শুটিংয়ে। তাঁর এবং কিরণ রাওয়ের (Kiran Rao) প্রযোজনায় আরকে প্রসন্নর পরিচালনায় এই ছবিতে অভিনয় করছেন আমির ও জেনেলিয়া ডিসুজ়া।
২০২২-এ মুক্তি পেয়েছিল আমির ও করিনা কপূর অভিনীত লাল সিং চড্ডা (Laal Singh Chaddha) ছবিটি। আশানুরূপ ফল না করায় লম্বা বিরতি নিয়েছিলেন আমির। শোনা গিয়েছিল আর হয়তো অভিনয় করবেন না তিনি। তবে তাঁর আগামী ছবি মুক্তি পাওয়ার কথা এই বছরেই।