নন্দিতা-শিবপ্রসাদের ছবিতে নাসিরুদ্দিন?
RBN Web Desk: নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে এবার সম্ভবত দেখা যাবে বিশিষ্ট অভিনেতা নাসিরুদ্দিন শাহকে। অন্তত টালিগঞ্জ স্টুডিয়োপাড়া সূত্রের খবর তেমনই। তাঁদের ২০১৭ সালের ছবি ‘পোস্ত’ হিন্দিতে তৈরি করতে চলেছেন নন্দিতা-শিবপ্রসাদ। এই ছবিরই একটি বিশেষ চরিত্রে নাসিরুদ্দিনকে অভিনয় করার প্রস্তাব দিয়েছেন পরিচালকদ্বয়, এমনটাই শোনা যাচ্ছে।
‘পোস্ত’র হিন্দি সংস্করণের নাম ‘শাস্ত্রী vs শাস্ত্রী’। মূল ছবিতে দীনেন লাহিড়ীর ভূমিকায় অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর ছেলে অর্ণবের চরিত্রে ছিলেন যিশু সেনগুপ্ত। নাতি পোস্তর অভিভাবকত্ব পেতে দীনেন আইনের দ্বারস্থ হন। দীনেনের হয়ে আদালতে দাঁড়ান তার দীর্ঘদিনের বন্ধু ও প্রবীণ আইনজীবী অলোক। ‘পোস্ত’তে অলোকের ভূমিকায় অভিনয় করেছিলেন পরাণ বন্দ্যোপধ্যায়। শোনা যাচ্ছে, ‘শাস্ত্রী vs শাস্ত্রী’ ছবিতে এই চরিত্রে নাসিরুদ্দিনকে পেতে আগ্রহী নন্দিতা-শিবপ্রসাদ।
আরও পড়ুন: অস্কারে মনোনীত নবাগত বাঙালি পরিচালকের ছবি
‘পোস্ত’ ছবিতে যিশুর স্ত্রীর চরিত্রে অভিনয় করেন মিমি চক্রবর্তী। দীনেনের স্ত্রী গৌরীর চরিত্রে ছিলেন লিলি চক্রবর্তী। ছবির হিন্দি সংস্করণে একই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিমিকে। এটাই তাঁর প্রথম হিন্দি ছবি হতে চলেছে। দীনেন ও অর্ণবের চরিত্রে থাকছেন পরেশ রাওয়াল ও অমিত সাধ।
শীঘ্রই শুরু হবে ‘শাস্ত্রী vs শাস্ত্রী’র শুটিং।