লক্ষ্মী কাকিমাদের আমরা সবাই চিনি: অপরাজিতা

RBN Web Desk: কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে। মেয়েরাই নাকি সংসারের হাল। তা সে মা-বাবার কাছেই হোক বা বিয়ের পর স্বামীর সংসারে, সাধারণ মধ্যবিত্ত পরিবারে মেয়েদের বারে-বারে প্রমাণ দিয়ে যেতে হয়। পরিবারের মানুষগুলোর মুখে হাসি ফোটাতে উপেক্ষা, বঞ্চনা সবকিছু হাসি মুখে সইতে হয়। তেমনই অতি সাধারণ মধ্যবিত্ত মহিলার জীবনযুদ্ধের কাহিনী ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। দীর্ঘদিন পর আবার টেলিভিশনের পর্দায় মুখ্য ভূমিকায় দেখা যাবে অপরাজিতা আঢ্যকে। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ধারাবাহিকের প্রোমো।

“আমরা সবাই লক্ষ্মী কাকিমাদের চিনি,” বললেন অপরাজিতা। “তাই ‘লক্ষ্মী কাকিমা’র গল্পটা আমাদের সকলের খুব কাছের। আমাদের আশেপাশে এমন বহু মানুষ আছেন। আমি এমন দুজন মানুষকে চিনি যাঁরা কাগজের ঠোঙা তৈরি করে ছেলেমেয়েদের মানুষ করেছেন। তাঁদের সমাজে প্রতিষ্ঠিত করেছেন।”

আরও পড়ুন: ১৩ লক্ষ পেরোল অরুণা আর্যর ‘লাজ়মি’

দীর্ঘ ১১ বছর পর আবারও ছোটপর্দায় দেখা যাবে দেবশঙ্কর হালদারকে। লক্ষ্মী কাকিমার স্বামীর চরিত্রে অভিনয় করছেন তিনি। আপাতদৃষ্টিতে লক্ষ্মী কাকিমার সঙ্গে তাঁর সম্পর্কটা খুব একটা সহজ নয় বলেই মনে হয়। একা হাতে সংসার সামলানো, মুদির দোকান চালানো লক্ষ্মী কাকিমা, স্বামী-শ্বশুরবাড়ির অবহেলা সহ্য করেও কীভাবে সকলের চোখে সুপারস্টার হয়ে ওঠেন, সেটাই দেখা যাবে এই ধারাবাহিকে।

জ়ি বাংলায় ১৪ ফেব্রুয়ারি থেকে দেখা যাবে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’।



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *