আবারও বুদ্ধদেবের ছবিতে চন্দন
RBN Web Desk: আবারও বুদ্ধদেব দাশগুপ্তর ছবিতে অভিনয় করতে চলেছেন চন্দন রায় সান্যাল। এর আগে বুদ্ধদেবের ‘টোপ’ (২০১৭) ও ‘উড়োজাহাজ’ (২০১৯) ছবির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বুদ্ধদেব ছাড়াও বাংলায় অঞ্জন দত্ত, সুমন মুখোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরী ও সৌকর্য ঘোষালের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন চন্দন।
প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে যে এক মহিলা সাংবাদিকের জীবন নিয়ে আবর্তিত হবে বুদ্ধদেবের নতুন ছবির কাহিনী। এই চরিত্রে অভিনেত্রীর নির্বাচন চলেছ। ছবির নাম এখনও ঠিক করা হয়নি তবে চন্দনকে দেখা যাবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে।
আরও পড়ুন: ছবি মুক্তির জন্য অপেক্ষা করতে রাজি এনা
বুদ্ধদেবের সঙ্গে তৃতীয়বার কাজ করতে পেরে স্বভাবতই উচ্ছ্বসিত চন্দন। সম্প্রতি রাজ আশুর ছবি ‘উয়ো তিন দিন’-এর শুটিং শেষ করেছেন তিনি।