অস্কারে মনোনীত নবাগত বাঙালি পরিচালকের ছবি
RBN Web Desk: ২০২২ সালের অ্যাকাডেমি (অস্কার) অ্যাওয়ার্ডে মনোনীত হলো রিন্টু টমাস ও বাঙালি পরিচালক সুস্মিত ঘোষের ছবি ‘রাইটিং উইথ ফায়ার’। আজ লস অ্যাঞ্জেলেসে ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত ছবিগুলির নাম ঘোষণা করা হয়। সেই তালিকায় সেরা ডকুফিচার বিভাগে স্থান করে নেয় ছবিটি।
খবর লহরিয়া নামক সংবাদপত্রটিকে কেন্দ্র করে ‘রাইটিং উইথ ফায়ার’ তৈরি করেছেন নবাগত পরিচালকদ্বয়। খবর লহরিয়া সম্পূর্ণভাবে দলিত মহিলাদের দ্বারা পরিচালিত একমাত্র সংবাদপত্র। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ছাপা কাগজের পাশাপাশি ডিজিট্যাল মাধ্যমেও খবর প্রকাশ করছেন তাঁরা। খবর লহরিয়ার সমগ্র কর্মকাণ্ডের প্রধান মীরা দেবী। স্মার্টফোনে উত্তর প্রদেশের প্রত্যন্ত অঞ্চলের খবর তুলে আনেন মীরা ও তাঁর গ্রামীণ মহিলা সাংবাদিকরা।
আরও পড়ুন: জুটি বাঁধছেন তনুশ্রী-ঈশান
এর আগে ২১টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে ‘রাইটিং উইথ ফায়ার’। রিন্টু এবং সুস্মিত দুজেনই দিল্লিনিবাসী।