পাহাড় আর টয়ট্রেনের গানে পাওয়া গেল কাঞ্চনজঙ্ঘাকে
কলকাতা: ছিল ছবির সঙ্গীত প্রকাশ অনুষ্ঠান, কিন্তু তারকা-অভিনেতা আর গায়কদের মিলিয়ে হয়ে গেল চাঁদের হাট। পাহাড় বলতে আজও বাঙালির প্রথম পছন্দ কাঞ্চনজঙ্ঘা। আর সেই কাঞ্চনজঙ্ঘা যদি হয় কোনও ছবির মূল বিষয়বস্তু তবে তো সোনায় সোহাগা। তবে তো সোনায় সোহাগা। ১৯৬২ সালে সত্যজিৎ রায়ের ছবি ‘কাঞ্চনজঙ্ঘা’কে শ্রদ্ধা জানিয়ে পরিচালক রাজর্ষি দে তাঁর আগামী ছবি ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ তৈরি করেছেন দার্জিলিংয়ের প্রেক্ষাপটেই। অভিনয়ে রয়েছেন কৌশিক সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, পদ্মনাভ দাসগুপ্ত, রূপঙ্কর বাগচী, রিচা শর্মা, বিদীপ্তা চক্রবর্তী, প্রিয়াঙ্কা পাল, দেবলীনা কুমার, সোহিনী গুহ রায়, অসীম রায়চৌধুরী, রনিতা দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায় ও দেবশ্রী গঙ্গোপাধ্যায়। গতকাল শহরের এক শপিং মলে হয়ে গেল ছবির সঙ্গীত প্রকাশ অনুষ্ঠান।
মলের খোলা চত্বরের মঞ্চে কখনও উজ্জয়িনী মুখোপাধ্যায় গেয়ে উঠলেন পাহাড়ের গান, কখনও আবার অনুপম রায়ের কণ্ঠে শোনা গেল টয় ট্রেনের গান। তবে সবকিছুকে ছাপিয়ে গেল রূপঙ্কর বাগচীর খোলা গলায় গাওয়া রবীন্দ্রসঙ্গীত ‘মেঘ বলেছে যাব যাব’।
ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন আশু চক্রবর্তী। তিনি জানালেন, “কাঞ্চনজঙ্ঘা বা যে কোনও পাহাড়ই গানকে খুব অনুপ্রাণিত করে। তবে লকডাউনের সময় গানগুলো বিভিন্ন জায়গায় তৈরি হয়েছিল। হয়তো কোনও অংশ চেন্নাইতে তৈরি হচ্ছে আবার হয়তো কিছুটা ক্যালিফোর্নিয়াতে হচ্ছে। সেগুলো জুড়ে কাজ করাটা সেই সময়ে চ্যালেঞ্জিং ছিল। দুটো মৌলিক গান থাকছে ছবিতে, লিখেছেন রাজর্ষিদা ও দূর্বা সেন বন্দ্যোপাধ্যায়। আবহে কিছু পাহাড়ি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছি আমরা।”
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
ছবিতে চারটি গান থাকছে। তার মধ্যে মৌলিক গান দুটি গেয়েছেন অনুপম ও উজ্জয়িনী। এছাড়াও দুটি রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে জয়তী চক্রবর্তী ও রূপঙ্করের কণ্ঠে। জয়তীর কণ্ঠে থাকছে ‘দেখো সখা, ভুল করে ভালোবেসো না’।
“আমার গাওয়া রবীন্দ্রসঙ্গীতটা খুব প্রচলিত নয়,” বললেন জয়তী। “আশু দারুণ সাজিয়েছে গানটা, একেবারে অন্যরকম লাগছে শুনতে। ছবিতে গানটা খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে।”
ছবির ভাবনা নিয়ে রাজর্ষি জানালেন, “সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে এই ছবিটা আমাদের শ্রদ্ধার্ঘ্য। এমন নয় যে দুটো ছবির মধ্যে কোনও মিল রয়েছে। তবে এটাও একটা পরিবারের গল্প। একটা বড় পরিবারের আভ্যন্তরীণ কিছু সমস্যা যেগুলো ওই বাড়িতে বেড়াতে গিয়ে সামনে আসে। খুব আনন্দ করে কাজ করেছি আমরা।”
১ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’।