প্রকাশিত হলো কাজী নজরুল ইসলামের প্রেমের কবিতার আবৃত্তি সংকলন ‘প্রেমিক নজরুল’

কলকাতা: গত ২১শে মার্চ  ‘বিশ্ব কবিতা দিবস’ উপলক্ষে রাজারহাট নজরুলতীর্থের ‘নিউটাউন লাইব্রেরি’-তে ছায়ানট (কলকাতা) আয়োজন করেছিল কাজী নজরুল ইসলাম বিষয়ক একটি বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কোয়েস্ট ওয়ার্ল্ডের প্রকাশনায় ও ছায়ানট (কলকাতা)-র নিবেদনে সুনির্বাচিত ২৪ জন বাচিক শিল্পীর কণ্ঠে কাজী নজরুল ইসলাম রচিত ৭০টি প্রেমের কবিতার আবৃত্তি সংকলন ‘প্রেমিক নজরুল’ শীর্ষক সিডি-অ্যালবামের মোড়ক উন্মোচিত হল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউটাউন বই মেলার সাধারণ সম্পাদক ও বাচিকশিল্পী অধ্যাপক শ্রীমতী ঊর্মিলা সেন, কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ-এর বাংলা বিভাগীয় প্রধান ড. শেখ মকবুল ইসলাম, বারাসত নজরুল চর্চা কেন্দ্র-র সভাপতি ও হিঙ্গলগঞ্জ মহাবিদ‍্যালয়-এর অধ‍্যক্ষ ড. শেখ কামাল উদ্দীন, কৃষ্ণনগর ‘সুজন বাসর’ -এর সম্পাদক জনাব ইনাস উদ্দীন, ছায়ানট (কলকাতা)-র সভাপতি শ্রীমতি সোমঋতা মল্লিক ও কোয়েস্ট ওয়ার্ল্ডের কর্ণধার শ্রী স্বাগত গঙ্গোপাধ্যায়।

কাজী নজরুল ইসলামের লেখা ৭০টি প্রেমের কবিতার এই আবৃত্তি সংকলন ‘প্রেমিক নজরুল’-এর পরিকল্পনা ও পরিচালনায় আছেন সোমঋতা মল্লিক। এই মূল্যবান সিডি-অ্যালবামে শিল্পী হিসেবে কণ্ঠদান করেছেন দেবাশিস বসু, মধুমিতা বসু, ঊর্মিলা সেন, রাজা দাস, নিবেদিতা নাগ তহবিলদার, তাপস চৌধুরী, চন্দ্রিমা রায়, স্বর্ণাভ রায়, প্রণমি ব্যানার্জী, ইন্দ্রাণী লাহিড়ী, মল্লিকা রায়, সুস্মিতা মুখার্জী দাস, অরিজিৎ বসু, দেবারতি দাস সিনহা, শ্রীপর্ণা বিশ্বাস, চুমকি বাগচী, পুষ্পিতা নন্দী চ্যাটার্জী, শর্মিষ্ঠা হাজরা, অভ্রা রায়, দীপন পাল, টুটুন দাস, অর্ণব মুখার্জী, লীনা গঙ্গোপাধ্যায় ও প্রতাপ মজুমদার।

Like
Like Love Haha Wow Sad Angry
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *