মা’কে রানী রাসমণি দেখতে বারণ করেছেন আব্দুন নূর
RBN Web Desk: তাঁর মা’কে করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকটি দেখতে বারণ করেছেন, এমনটাই জানালেন গাজী আব্দুন নূর । এই ধারাবাহিকে বাবু রাজচন্দ্রের চরিত্রে অভিনয় করছেন তিনি।
কিন্তু কেন এমন অনুরোধ করলেন তিনি?
সংবাদমাধ্যমকে আব্দুন নূর জানালেন, জনপ্রিয় এই ধারাবাহিকে বাবু রাজচন্দ্রের মৃত্যু হবে শীঘ্রই। এক কঠিন ব্যাধিতে আক্রান্ত তিনি। তাঁর অভিনীত চরিত্রটির মৃত্যু দৃশ্য সংক্রান্ত প্রোমোটির সম্প্রচারও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। নূরের মা নিয়ম করে দেখেন করুণাময়ী রানী রাসমণি। বাংলাদেশেও যথেষ্ট জনপ্রিয় এই ধারাবাহিকটি। রাজচন্দ্রের মৃত্যু দৃশ্য দেখে সাংঘাতিক মন খারাপ হয়ে যাবে মায়ের। তাই নূর তাঁকে বারণ করেছেন এই ধারাবাহিকটি দেখতে, জানালেন তিনি।
ইতিহাসটাই প্রধান চরিত্র
সম্প্রচার শুরু হওয়ার পর থেকেই টিআরপি তালিকায় একেবারে প্রথম দিকে থেকেছে করুণাময়ী রানী রাসমণি। রাজচন্দ্রের মৃত্যু হবে জেনে বহু দর্শক তাঁকে অনুরোধ করেছেন অন্য কোনওভাবে ধারাবাহিকটিতে ফিরে আসতে, জানালেন নূর। কিন্তু গল্পের দাবী অনুযায়ী রাজচন্দ্রকে মরতেই হবে। তবে করুণাময়ী রানী রাসমণি টিমের সঙ্গে এতদিনের সম্পর্ক ছিন্ন করতে হবে বলে মন খারাপ তাঁরও, বললেন জনপ্রিয় এই বাংলাদেশী অভিনেতা।