প্রতিশোধ ও বীভৎস রসের মিশেল
সিরিজ়: কাটাকুটি
পরিচালনা: রাজা চন্দ
অভিনয়ে: সৌরভ দাস, মানসী সেনগুপ্ত, দেবতনু, অভিজিৎ গুহ, জ্যামি বন্দ্যোপাধ্যায়
দৈর্ঘ্য: ২ ঘন্টা ৩০ মিনিট (৬ পর্বে)
ভালোবাসার মৃত্যু, স্বপ্নের অপমৃত্যু আর তারপর চোখের জল মুছে চোয়াল শক্ত করে অপরাধের প্রতিশোধ, এই বিষয় নিয়ে সাহিত্য ও সিনেমা বহুদিন ধরেই সমৃদ্ধ হয়ে আসছে। অপরাধীর মুখোশ কীভাবে খোলা হচ্ছে, সেটাই এই বিষয়ক সিনেমার স্রোতকে শেষ অবধি বয়ে নিয়ে চলে। আর সেই স্রোতে যদি থাকে কমেডি, সাসপেন্স ও বীভৎস রসের মিশেল, তাহলে গতিপথ জটিল হয়ে যায় বই কি!
মধ্যবিত্ত পরিবার যেভাবে ছাপোষা স্বপ্ন নিয়ে বাঁচে, সেভাবেই বেড়ে ওঠে আদিত্য (সৌরভ)। সেলসের চাকরিতে ভবিষ্যৎ মজবুত হওয়ার দিনই বাড়িতে শুরু হয় বিয়ে নিয়ে কথা। তাই ঘটকও আসে সম্ভাব্য পাত্রীদের খোঁজ নিয়ে। জীবনে প্রেম না করা ছেলেটা প্রথম পাত্রী দেখতে গিয়ে পায় এক সমকামী বন্ধুকে। তবে কৌশানির (মানসী) সঙ্গে আলাপটা বিয়ে পর্যন্ত গড়ায়। হৈ হৈ করে বিয়ের তারিখ ঠিক করা হয়, আংটিবদলও হয়ে যায় পরিবার ও কাছের মানুষদের সমাগমে।
ইতিমধ্যে আদিত্য-কৌশানির মালাবদলের আগেই বিয়ে ঠিক হয়ে গেল কৌশানির প্রিয় বন্ধুর। কৌশানি খোলা মনের, তাই বন্ধুর বিয়ের আবহে নিজের মনের মানুষের সঙ্গে বিশেষ সময় কাটাবে বলে ঠিক করল সে। কিন্তু শেষ পর্যন্ত আদিত্যর হয়ে ওঠা হলো না তার। বন্ধুর বিয়েতে গিয়ে, নির্মিয়মাণ অন্ধকার একটি ফ্ল্যাটে গণধর্ষণের শিকার হলো কৌশানি। ধর্ষণের পরে তার মাথায় আঘাত করা হয়েছিল। ‘কেন সময়ে এলে না’, স্বপ্নেও কৌশানি যেন তাড়া করছিল আদিত্যকে। পেয়ে হারানো ভালোবাসা আদিত্যকে বেপরোয়া করে তুলল। শুরু হলো প্রতিশোধের কাটাকুটি।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
চেনা চক ধরেই সিরিজ় এগিয়ে নিয়ে গেছেন পরিচালক। না, ধর্ষকের শাস্তির প্রতিবাদে নির্ভয়ার মতো কোনও প্রতিবাদী মোমবাতি মিছিল দেখানো হয়নি। এখানে প্রেমিক নিজের হাতেই অপরাধীদের শাস্তি দেবে, এমনটাই সে পুলিশকে জানায়। এরপর শহরে একের পর এক খুন হলেও, প্রতিবারই পুলিশ তার কিনারা করতে ব্যর্থ হয়।
সমকামিতা, হবু বরকে বিয়ের আগে ‘টেস্ট ড্রাইভ’-এর প্রস্তাব দেওয়া, এই বিষয়গুলো ‘কাটাকুটি’কে সম্পূর্ণ আধুনিক করে তুলেছে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায়। তবে খুনের দৃশ্য ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর কথা মনে করাতে পারে। তবে এক্ষেত্রে সৌরভ ও পরিচালকের দক্ষতার উল্লেখ করতেই হয়।
ছয় পর্বের সিরিজ়ের প্রথম চারটি পর্ব দেখানো হলো প্রিমিয়রে। তাই সম্পূর্ণ সিরিজ় নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব হলো না। সিরিজ়ের রেটিংও দেওয়া গেল না।