কিশোর স্মরণে এক মঞ্চে গোটা পরিবার, স্মৃতির সরণিতে হাঁটলেন লীনা
কলকাতা: এই প্রথমবার কলকাতায় একই মঞ্চে উপস্থিত হলেন কিশোর কুমারের গোটা পরিবার। ২০১৯-এ পঞ্চম বর্ষে পা রাখল কিশোর স্মরণে থিইজ়ম ইভেন্টস আয়োজিত ‘তোমায় পড়েছে মনে’ শীর্ষক অনুষ্ঠান। গতকাল শহরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোর ও রুমা গুহঠাকুরতার পুত্র অমিত কুমার ও তাঁর স্ত্রী রীমা গঙ্গোপাধ্যায়। ছিলেন কিশোরপত্নী লীনা চন্দ্রভারকর ও তাঁদের পুত্র সুমিত কুমার ও অমিত-রীমার দুই কন্যা মুক্তিকা ও বৃন্দা গঙ্গোপাধ্যায়।
“খুব সম্ভবত ২৯ বছর পর কলকাতায় এলাম,” বললেন লীনা। “মনে পড়ছে, ১৯৮৭ সালের ১৩ অক্টোবর সকালে, দাদামণি অশোক কুমারের জন্মদিনে তাঁকে ফোন করেছিলেন কিশোর। বলেছিলেন, ‘তোমাকে এমন একটা উপহার দেব যা কেউ আগে দেয়নি।’ সেই উপহার আর দেওয়া হয়ে ওঠেনি তাঁর। সেই দিনই বিকেলে সবাইকে ছেড়ে চলে যান তিনি।”
একটানা বেশিক্ষণ কথা বলতে পারেন না সত্তর দশকের একাধিক জনপ্রিয় ছবির এই নায়িকা। তবুও অশক্ত শরীরে মুম্বই থেকে উড়ে এসেছিলেন শুধুমাত্র প্রয়াত স্বামীর স্মরণে এই অনুষ্ঠানে যোগদান করবেন বলে।
আরও পড়ুন: যে জন থাকে মাঝখানে
“একটা সময় বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছিলাম আমি,” বললেন ‘মনচলি’র নায়িকা। “সেই সময় আমার পাশে এসে দাঁড়ান কিশোর। উনি না থাকলে আজ হয়ত আপনাদের সামনে উপস্থিত হতে পারতাম না আমি। অমিতকে মঞ্চে গান গাইতে দেখলে ওর বাবার কথাই বারবার মনে পড়ে।”
অনুষ্ঠানে কিশোর কুমারের গান গেয়ে শোনালেন অমিত ও সুমিত। ৬০ জন বাদ্যযন্ত্রীর অর্কেস্ট্রা পরিচালনার দায়িত্বে ছিলেন যোগেশ প্রধান।
“যেটুকু গান আজ গাইতে পারি, তা পুরোটাই আমার মা-বাবার জন্য,” বললেন অমিত। “এঁরা দুজন না থাকলে গানের জগতে আসতে পারতাম না আমি। আর বাবাকে নিয়ে এত স্মৃতি যে বলে শেষ করা যাবে না।”
আরও পড়ুন: তাশি গাঁওয়ে একদিন
তবে হৃষীকেশ মুখোপাধ্যায়ের ‘গোলমাল’ ছবিতে রাহুল দেব বর্মণের সুরে ‘আনেওয়ালা পল, জানেওয়ালা হ্যায়’ গানটা নিয়ে একটা অজানা তথ্য জানালেন অমিত। “এই গানের রেকর্ডিং তখন শুরু হবে, বাদ্যযন্ত্রীরা তৈরি। হঠাৎ হাত তুলে রাহুল দেবকে ইশারা করলেন বাবা। বললেন, ‘পঞ্চম, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। গানটার একদম শুরুতে একটা হামিং দিলে কেমন হয়?’ পঞ্চম একটু ভাবলেন। তারপর বললেন, ‘বেশ, করে দেখা যাক কেমন হয়।’ আজ এই গানের যে ভার্শনটা আমরা শুনে থাকি, সেটা ওই হামিং সমেত। ছবিতেও গানের দৃশ্যটা ওইভাবেই শ্যুট করা হয়েছিল,” জানালেন অমিত।
অনুষ্ঠানে কিশোর কুমারের স্মৃতিচারণ করলেন বিশিষ্ট অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সঙ্গীতশিল্পী গৌতম ঘোষের হাতে তুলে দেওয়া হল একটি স্মারক ও মানপত্র।
উদ্যোক্তাদের তরফে জানানো হল, ৩ জুন প্রয়াত হন রুমা গুহঠাকুরতা। ‘তোমায় পড়েছে মনে’তে তিনিও উপস্থিত থাকবেন কথা দিয়েছিলেন।