মুক্তি পেল ‘দৃষ্টি’ ও ‘নতুন সকাল’-এর সঙ্গীত
কলকাতা: একটি সাসপেন্স থ্রিলার, অন্যটি এক মাদাকাসক্ত যুবকের সমাজের মূল স্রোতে ফেরার কাহিনী। পরিচালক শ্যামল বোসের আগামী ছবি ‘দৃষ্টি’ ও ‘নতুন সকাল’-এর সঙ্গীত মুক্তি পেল গতকাল শহরে এক অনুষ্ঠানে। পরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন দুটি ছবির শিল্পী ও কলাকুশলীরা।
‘দৃষ্টি’র গল্পটা ঠিক কি নিয়ে?
পরিচালক জানালেন, “এই ছবির কেন্দ্রীয় চরিত্র শিবা। সে খুব পরোপকারী ও ভালো ছেলে। শিবা হঠাৎ একদিন একটা খুনের ঘটনায় জড়িয়ে পড়ে। এই খুনের তদন্ত করতে আসেন এক বেসরকারী গোয়েন্দা। তারপর কি হয়, তাই নিয়েই এই ছবি। আজকের সমাজে আমরা বড্ড বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি। সবাই নিজেকে নিয়েই ব্যস্ত। এই আত্মকেন্দ্রিকতার ক্ষতিকারক দিকগুলোই তুলে ধরবে ‘দৃষ্টি’।”
গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
এই ছবির মুখ্য চরিত্রে আছেন পল্লব ঘরামি, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সানা ভট্টাচার্য ও শর্মিলা ভট্টাচার্য। ‘দৃষ্টি’র সঙ্গীত হেঁসেল সামলেছেন রাহুল মজুমদার, সোনালী চৌধুরী, সৌরভ ও কোকো। ছবিতে গান গেয়েছেন সীমা চক্রবর্তী, প্রীতম দত্ত ও আরও অনেকে।
অন্যদিকে ‘নতুন সকাল’-এর গল্প আবর্তিত হয়েছে অপুকে ঘিরে। সাধারণ মধ্যবিত্ত ঘরের উচ্চশিক্ষিত ছেলে অপু। কিন্তু এই ছেলেটিই অন্যের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়ে। “একটা খুব অস্থির সময়ের মধ্যে দিয়ে যেতে হয় অপুকে। সুস্থ, স্বাভাবিক জীবনে ফেরত এসে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে কি না, তাই নিয়েই এই ছবি,” জানালেন শ্যামল।
তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
‘নতুন সকাল’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিজিৎ মন্ডল, শিল্পা রায়চৌধুরী, শিল্পী চক্রবর্তী, প্রিয়া দেবনাথ, শ্রী ভট্টাচার্য ও অন্যান্যরা। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন প্রণব বেরা, সুজিত সাহা ও কোকো, গান গেয়েছেন রূপঙ্কর, শ্রীশা ও সুজিত।
‘দৃষ্টি’ ও ‘নতুন সকাল’, দুটি ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, জয়িতা মিত্র ও বৈশাখী দাস।
২ আগস্ট মুক্তি পাচ্ছে ‘দৃষ্টি’। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পেতে চলেছে ‘নতুন সকাল’।
ছবি: অর্ক গোস্বামী