গাঁজা রাখার অভিযোগে গ্রেফতার শিলাজিৎ পুত্র ধী
কলকাতা: রাতের অন্ধকারে গাঁজা নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার হলেন জনপ্রিয় গায়ক শিলাজিৎ মজুমদারের ছেলে ধী। একই সঙ্গে গ্রেফতার করা হয় ধী-এর দুই বন্ধু করণ পাঞ্চল ও প্রিয়ম পাঞ্চলকেও। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ছবি ‘ওপেনটি বায়োস্কাপ’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ধী।
শুক্রবার রাতে নাকা তল্লাশি চলাকালীন ১.৪০ নাগাদ দক্ষিণ কলকাতার টলি ক্লাবের সামনে থেকে ধী-দের গাড়িটি আটক করেন কর্তব্যরত পুলিশকর্মীরা। পুলিশ সূত্রে জানা গেছে যে গাড়ি থেকে প্রায় ১৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। কোথা থেকে এত পরিমাণ গাঁজা পেলেন, এই বিষয়ে কোনও সদুত্তর না পাওয়ায় ধী সহ তার দুই বন্ধুকে আটক করে নিয়ে যাওয়া হয় রিজেন্ট পার্ক থানায়।
রবীন্দ্রনাথের নাটক মঞ্চে আনছেন অঞ্জন
পুলিশ জানিয়েছে যে অভিযুক্তদের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। আজ ধী, করণ ও প্রিয়মকে আলিপুর আদালতে তোলা হলে পাঁচ হাজার টাকার ব্যাক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন বিচারক।
শিলাজিৎ দাবী করেছেন, এই তিনজন ছেলেই খুব ভালো। কোথা থেকে কিভাবে তারা গাঁজা পেল, তা তার বোধগম্য হচ্ছে না। তবে কমবয়সী ছেলেমেয়েদের সংযত হওয়ার পরামর্শ দেন তিনি।