মৃত মিনুর প্রত্যাবর্তন, ধারাবাহিকে নয়া মোড়
RBN Web Desk: মৃৎশিল্পী কালীকৃষ্ণ পালের মৃত্যুর পর তার স্টুডিও দেখাশোনা করত তাঁর পুত্রবধূ মিনু। এই মিনুকে নিজে হাতে মূর্তি গড়ার কাজ শিখিয়েছিলেন কালীকৃষ্ণ। কিন্তু একদিন ভবতারিণীর মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে হঠাৎই মৃত্যু হয় মিনুর। এরপরই কাহিনীতে আসে এক নয়া মোড় ।
মিনুর কাজের দিন অবিকল তারই মত দেখতে এক মহিলা এসে দাবী করে যে তিনিই আসল মিনু। যার কাজ হচ্ছে সে অন্য কেউ। তাহলে যে মারা গেল সে কে? মিনুর স্বামী সোমনাথ ও তাদের শিশুপুত্র কি এই মহিলাকে মিনু বলে মেনে নেবে? এই দ্বন্দ্ব নিয়েই এগিয়ে চলবে ‘বাজল তোমার আলোর বেণু’ ধারাবাহিকটি।
রবীন্দ্রনাথের নাটক মঞ্চে আনছেন অঞ্জন
এই ধারাবাহিকে মিনুর চরিত্রে অভিনয় করছেন শ্যামৌপ্তী মুদলী আর সোমনাথের ভূমিকায় রয়েছেন রাহুল দেব বসু। এক সময় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সহকারী ছিলেন রাহুল। ‘বাজল তোমার আলোর বেণু’র অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ভাস্বর চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, দেবলীনা দত্ত, বিদীপ্তা চক্রবর্তী ও কুশল চক্রবর্তী। এই ধারাবাহিক দিয়েই আট বছর পর টেলিভিশনে ধারাবাহিক পরিচালনায় ফিরলেন অগ্নিদেব চট্টোপাধ্যায়।