সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন ঋতুপর্ণা
RBN Web Desk: এক সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্প্রতি ঢাকায় ছবি সংক্রান্ত একটি অনুষ্ঠানে ঘটনাটি ঘটে। প্রায় তিরিশ বছর ধরে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও পাল্লা দিয়ে কাজ করে চলেছেন ঋতুপর্ণা।
ঢাকা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকের সঙ্গেই কাজ করেছেন তিনি। বাংলাদেশের তারকা অভিনেতা হুমায়ুন ফরিদী হোক বা ফেরদৌস আহমদ, বা বর্তমান প্রজন্মের আরফিন শুভ, সকলের সঙ্গেই জুটি বেঁধেছেন ঋতুপর্ণা। ওপার বাংলায় তাঁর ভক্তসংখ্যাও প্রচুর।
আরও পড়ুন: গিরিশ ঘোষের ভূমিকায় মদন মিত্র
অনন্য মামুনের ‘স্পর্শ’ ছবির শ্যুটিং করতে এই মুহূর্তে ঢাকায় রয়েছেন তিনি। ঋতুপর্ণার বিপরীতে এই ছবিতে রয়েছেন নীরব হোসেইন। শ্যুটিং শুরুর আগে একটি ক্লাবে ছবি সম্পর্কিত এক আড্ডায় অংশগ্রহণ করেছিলেন ঋতুপর্ণা। সেখানে সাম্প্রতিক ছবি ‘সুড়ঙ্গ’ ও ‘হাওয়া’ নিয়ে নানা কথা বলেন তিনি। এর মধ্যে এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, ৫২ বছর বয়সেও তিনি ফিটনেস ধরে রেখেছেন কীভাবে? বিরক্ত ঋতুপর্ণা জবাব দেন, এই প্রশ্ন করার খুব প্রয়োজন ছিল কি? কথায় বলে মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে নেই আর ছেলেদের মাইনে। বিশেষ করে নায়িকাদের তো কখনওই জিজ্ঞাসা করতে নেই। সাংবাদিক যে বয়সের কথা উল্লেখ করেন, তাও নস্যাৎ করে দেন তিনি। বলেন, ওই বয়স এখনও তাঁর হয়নি।
সাংবাদিক বৈঠকে বরাবরই হাসিমুখে সব প্রশ্নের উত্তর দেওয়া ঋতুপর্ণাকে এভাবে রেগে যেতে আগে কখনও দেখা যায়নি।
ছবি: RBN আর্কাইভ