কবে শেষ? জানিয়ে দিল চ্যানেল
RBN Web Desk: বন্ধ হতে চলেছে মেগাধারাবাহিক ‘ওগো নিরুপমা’। ১৯ জুলাই থেকে ধারাবাহিকটি বিকেল সাড়ে চারটেয় দেখা যাবে। তবে একাধিক নতুন ধারাবাহিক ও রিয়্যালিটি শো আসছে এই চ্যানেলে। তাই ধারাবাহিকটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষ।
গত অক্টোবরে শুরু হয় ‘ওগো নিরুপমা’র সম্প্রচার। শুরুর দিকে টিআরপি ভালোই ছিল। এমনকি একটা সময় ৫.২ রেটিংও দিয়েছে ধারাবাহিকটি। এতদিন বিকেল সাড়ে পাঁচটার স্লটে ধারাবাহিকটি দেখানো হতো। এই স্লটে আরও বেশি রেটিং আশা করেছিলেন চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজনা সংস্থা। তা হয়নি। সেই জন্যই ধারাবাহিকটি বন্ধ করার যৌথ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
চ্যানেলের তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে যে ২৮ জুলাই শেষ শুটিং হবে। শেয পর্ব সম্প্রচার হবে ১ আগস্ট।