১৫ বছর গবেষণার ফসল এই বই, ‘গুমনামী’ বিতর্কে দাবী লেখকের
RBN Web Desk: দীর্ঘ ১৫ বছর গবেষণা করার পর তবেই নেতাজী সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য বিষয়ক বই ‘কনানড্রাম’ লিখেছেন তিনি ও অনুজ ধর, এমনটাই দাবী করলেন চন্দ্রচূড় ঘোষ। এই বই অবলম্বনে তাঁর পরবর্তী ছবি ‘গুমনামী’ পরিচালনা করছেন সৃজিত মুখোপাধ্যায়। ‘কনানড্রাম’ বইটিতে নেতাজীর অন্তর্ধানের পরের ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে।
‘গুমনামী’র নাম ভূমিকায় অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন তনুশ্রী চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্য।
তবে এই ছবি ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় সম্প্রতি দাবী করেছেন যে ‘কনানড্রাম’-এ গুমনামী বাবা বা ভগওয়ানজী সম্পর্কে যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে তা সঠিক নয়। অনিকেতের আক্রমণের লক্ষ্য লেখকদ্বয় হলেও, প্রকারান্তরে তিনি সৃজিতের ছবিকেই নিশানা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
উত্তরবঙ্গে ‘প্রতিঘাত’-এর পথে দর্শনা-প্রিয়াঙ্কা
এর জবাবেই চন্দ্রচূড় সম্প্রতি টুইট করে জানান যে অনিকেতের অভিযোগ ভিত্তিহীন, তিনি বইটির বিষয়বস্তু বুঝতে পারেননি। চন্দ্রচূড়ের মতে, ২০০৬ সাল থেকে যখন বিষয়টি নিয়ে চর্চা চলছিল, তখন কেন এরা প্রতিবাদ করতে আসেননি। উপরন্তু তাঁর দাবী, দেড় দশকেরও বেশি সময় ধরে তিনি এবং অনুজ এই বিষয়ের ওপর গবেষণা করেছেন। কিছু না জেনে একটা চরিত্রকে মিথ্যেবাদী বা ভিত্তিহীন বলে দাগিয়ে দেওয়া যায় না। চন্দ্রচূড়ের ধারণা অনিকেত আদৌ বইটা পড়েননি। বইতে গুমনামী বাবাকে নিয়ে দীর্ঘ আলোচনা রয়েছে। সেই অধ্যায়টি পড়ে থাকলে তিনি এই অভিযোগ করতেন না, টুইটে লিখেছেন চন্দ্রচূড়।
অনিকেতের মতে, ‘কনানড্রাম’-এ ওই ভন্ড গুমনামী বাবাকে নেতাজী হিসেবে প্রমাণ করার জন্য যে যুক্তি সাজানো হয়েছে তা হাস্যকর। সৃজিত বুদ্ধিমান ও শিক্ষিত পরিচালক। তিনি নিশ্চয়ই গুমনামীকে প্রতারক বলেই দেখাবেন, এমনটাই বলেছেন ‘কবীর’-এর পরিচালক।
সব থেকে অপছন্দের বিষয়ে ফার্স্টক্লাস ফার্স্ট হয়েছিল গিরিশ: অপর্ণা
এ প্রসঙ্গে অনুজ তাঁর নিজের টুইটে লিখেছেন যে যেহেতু গুমনামী বাবার কোনও ডিএনএ টেস্ট এখনও করা হয়নি, বা করা হলেও তার ফলাফল সরকারী সিদ্ধান্তে প্রকাশ্যে আসতে দেওয়া হয়নি, তাই নিশ্চিতভাবে বলা যায় না গুমনামী বাবা নেতাজী ছিলেন কি না। সেই কারণেই অনিকেতের অভিযোগ ভিত্তিহীন হয়ে দাঁড়াচ্ছে। শুধু অনুমানের ওপর নির্ভর করে একজন ব্যক্তিকে প্রতারক বলা যায় না, বলেছেন অনুজ।
এ বছর পুজোয় মুক্তি পাবে ‘গুমনামী’।