স্বপ্ন নিয়ে নতুন সিরিজ়
RBN Web Desk: ডার্ক থিমের থ্রিলারের সঙ্গে এখন দর্শকের যথেষ্ঠ পরিচিতি ঘটেছে। বিশেষ করে সাইকোলজিক্যাল হররের সঙ্গে থ্রিলারের মিশেল ঘটানো সিরিজ়ের চাহিদা এখন তুঙ্গে। দর্শকদের সেই চাহিদা মেনেই পরিচালক অনির্বাণ চক্রবর্তী আনতে চলেছেন তাঁর নতুন ওয়েব সিরিজ় ‘প্যাঁচা’।
এক থ্রিলার কাহিনী লেখিকা অতসী মুখার্জিকে ঘিরে এই সিরিজ় আবর্তিত। কোনও লেখকই একটানা লিখে যেতে পারেন না। একটানা লিখে গেলে মাথা কাজ করে না। গল্প এগোয় না। ভাষা আসে না। এই অবস্থার পোশাকি নাম রাইটার্স ব্লক। বহু লেখকই এই সময় কাজ থেকে বিরতি নেন, নানারকমের কাজে নিজেদের নিযুক্ত রাখেন। রাইটার্স ব্লকে আক্রান্ত হলে অতসী একাই ঘুরতে বেরিয়ে পড়ে। সেরকমই একবার জঙ্গলে ঘেরা এক হোমস্টেতে সে সময় কাটাতে আসে।
আরও পড়ুন: শেষ দৃশ্যে ভাঙা হোল্ডার, সত্যজিতের জয়জয়কার
অতসী একটি মানসিক সমস্যার শিকার। সারাদিন একই রকম চিন্তাভাবনার প্রভাব তার স্বপ্নেও পড়ে। তবে স্বপ্নগুলি না বলে সেগুলোকে দুঃস্বপ্ন বলাই ভালো। তবে এই স্বপ্ন থেকে লেখার রসদও পায় অতসী। তবে সমস্যা হলো, অতসী ক্রমেই স্বপ্ন আর বাস্তবের মাঝের রেখাটা হারিয়ে ফেলতে থাকে।
এই হোমস্টের আশেপাশে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়েই অতসীর মাথায় একটা গল্পের প্লট আসে। সে লিখতে শুরু করে তার নতুন গল্প ‘প্যাঁচা’। একটা সময় সেই হোমস্টেতে হাজির হয় মানসিক ভারসাম্যহীন এক সিরিয়াল কিলার। সে অতসীকে তার পরবর্তী শিকার হিসেবে বেছে নেয়। অতসী কি বাঁচতে পারবে? এদিকে ঘটনাবলী দেখে মনে হয় সে যেন তার নিজের লেখা গল্পেরই কোনও চরিত্র। এ কি কল্পনা, নাকি বাস্তব? সব প্রশ্নের উত্তর রয়েছে ‘প্যাঁচা’য়।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
এই সিরিজ়ে অতসীর ভূমিকায় অভিনয় করবেন মৌবনি সরকার। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পার্থসারথী চক্রবর্তী, সঞ্জয় ও প্রিয়াঙ্কা পণ্ডিত। সঙ্গীত পরিচালনা করছেন মৌসুমী চট্টোপাধ্যায় এবং গান গেয়েছেন সিদ্ধার্থ (সিধু) রায়।
শীঘ্রই শুরু হবে ‘প্যাঁচা’র শুটিং। ডিজিপ্লেক্স টিভিতে দেখা যাবে এই নতুন সাইকোলজিক্যাল হরর গোত্রের ওয়েব সিরিজটি।