ফিরতে পারে সিআইডি, ইঙ্গিত দিলেন আদিত্য
RBN Web Desk: টেলিভিশনের পর্দায় ফিরতে পারে সিআইডি। দীর্ঘ ২০ বছর চলার পর ২০১৮ সালে এই মেগাধারাবাহিকের সম্প্রচার বন্ধ হয়। একটা সময় তুমল জনপ্রিয় হয়েছিল সিআইডি। ধারাবাহিকের তিন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতেন শিবাজী সতম, আদিত্য শ্রীবাস্তব ও দয়ানন্দ শেট্টি।
আদিত্য সম্প্রতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে সিআইডিকে ফিরিয়ে আনা নিয়ে অনেকদিন ধরেই কথাবার্তা চলছে। নির্মাতাদের তরফ থেকে তাঁকে মাঝেমধ্যেই ফোন করে তৈরি থাকতে বলা হয়। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত চ্যানেল কর্তৃপক্ষই নেবে। তবে সিআইডি ফিরলে তা বেশ অন্যরকমভাবে হবে বলেই মনে করেন আদিত্য।
আরও পড়ুন: কবে শেষ? জানিয়ে দিল চ্যানেল
বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন ধরণের ছবি ও সিরিজ় দেখে অভ্যস্ত দর্শক। তাই সিআইডি ফের শুরু হলে তা আগের থেকে অনেক বেশি বাস্তবসম্মত হতে হবে। এমনও শোনা যাচ্ছে টেলিভিশন ধারাবাহিক না হয়ে ওয়েব সিরিজ় হিসেবে ফিরতে পারে সিআইডি।