পজ়িটিভ শুধু কোভিডই নয়, ভালোবাসাও

RBN Web Desk: এযাবৎকালে ‘পজ়িটিভ’ শব্দটার মানে কেমন যেন নেতিবাচক হয়ে গেছে। গত পাঁচ মাস ধরে চলা এক অদ্ভুত অজানা আতঙ্ক গ্রাস করেছে গোটা বিশ্বকে। যে মানুষগুলো একসময় আশার কথা, মন ভালো রাখার কথা বলতো, তারাই আজ অন্যের মুখে ‘পজ়িটিভ’ শব্দটুকু শুনেই আঁতকে উঠছেন। মাস্ক, স্যানিটাইজ়ার, সামাজিক দূরত্বের নিয়ম মেনেও যেন স্বস্তি মিলছে না। যদি নিজের অজান্তেই করোনা ভাইরাস শরীরে প্রবেশ করে!

আসলে ভয় মানুষকে নয়। ভয় তো অজানা ওই মারণ রোগটাকে, যার জেরে আট থেকে আশি সকলেই বিপর্যস্ত। এই রোগ আদৌ নির্মূল হবে কিনা, কোন ওষুধে সারবে, সারলেও সারাজীবনের মতো শরীরে কোন মারাত্মক প্রভাব ফেলে যাবে কিনা, এ নিয়ে মানুষের মনে হাজারো প্রশ্ন।

‘ভালোবাসা পজ়িটিভ’ ছবিতে এমনই এক বিরাট প্রশ্নচিহ্নের মুখোমুখি দয়িতা। স্বামী আর শাশুড়ি অনিতাকে নিয়ে তার গোছানো সংসার। মাত্র দু’বছর বিয়ে হয়েছে সুমন-দয়িতার। সুমন এককথায় ভালো মানুষ কিন্তু শাশুড়ির সঙ্গে দয়িতার মাঝেমধ্যেই ঠান্ডা যুদ্ধ চলে। তথাকথিত শাশুড়িদের মতো অনিতারও নাতি-নাতনীর মুখ দেখার সাধ। এরই মাঝে এসে পড়ে করোনা ভাইরাস অতিমারী, যাকে কেন্দ্র করে এই মুহূর্তে গোটা বিশ্ব উত্তাল। কী করলে ভালো হবে, তাই নিয়ে ডাক্তার থেকে সাধারণ মানুষ, বিজ্ঞানী সকলের মনেই যথেষ্ট ভয়ের উদ্রেক হয়েছে। এই ব্যাপারে নানারকম কথা শুনে অজানা এই রোগকে নিয়ে দয়িতার মনেও ভয় তৈরি হয়েছে।




এরই মধ্যে হঠাৎ করেই দয়িতা জানতে পারে সে করোনা পজ়িটিভ। একই সঙ্গে প্রথমবারের অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা ভুলে দ্বিতীয়বার নতুন জীবনের দিকে পা বাড়িয়েছে দয়িতা। আর পাঁচটা সাধারণ মানুষের মতো সেও বিভিন্ন মাধ্যম থেকে জেনেছে যে এই মারণ রোগ তার শরীরে একটু-একটু করে বেড়ে ওঠা ছোট্ট প্রাণটির ক্ষতি করতে পারে।

‘ভালোবাসা পজ়িটিভ’-এ দয়িতার চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত মুখোপাধ্যায়। সুমনের চরিত্রে রয়েছেন দেবদূত ঘোষ, অনিতার ভূমিকায় সুতপা বন্দ্যোপাধ্যায়। কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা পারমিতা মুনসির। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিমুন্য চট্টোপাধ্যায়, নৃত্য পরিচালনায় ইন্দ্রানী গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ

ভালোবাসা, সংসারের পিছুটান এমন এক অবিচ্ছেদ্য বন্ধন যা মৃত্যুর পরেও থেকে যায়। তাই ‘ভালোবাসা পজ়িটিভ’ থেকে উপার্জিত অর্থের একটি অংশ কোভিড যোদ্ধাদের উদ্দেশ্যে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে।

শীঘ্রই স্বল্পদৈর্ঘ্যের এই ছবিটি মুক্তি পাবে ইউটিউবে।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *