কবে হতে পারে কলকাতা বইমেলা? জানিয়ে দিল গিল্ড
RBN Web Desk: করোনা সংক্রমণ কমলেও তা সম্পূর্ণভাবে নির্মূল হয়নি। বর্তমান পরিস্থতিতে পূর্ব পরিকল্পনা মতো এ মাসের শেষে কলকাতা আন্তর্জাতিক বইমেলা আয়োজন করা সম্ভব নয় বলেই মনে করছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড।
সংগঠনের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তাঁরা তাঁদের মতো তৈরি এবং সব পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছেন। তবে এবারের থিম কান্ট্রি ‘বাংলাদেশ’। করোনা রোধে ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়া হয়েছে, আন্তর্জাতিক উড়ানও বন্ধ। পশ্চিমবঙ্গেও ১৫ জুলাই পর্যন্ত বিধিনিষেধ বলবৎ থাকছে। ৫০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ। সেটা উঠে গেলেও জুলাইয়ের মধ্যে মেলা আয়োজন করা একেবারেই সম্ভব নয় বলে মনে করছেন সুধাংশুশেখর।
আরও পড়ুন: এবারও বন্ধ উত্তমকুমারের বাড়ি
তবে সুধাংশুবাবু এও জানিয়েছেন যে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সঙ্কেতের দিকে তাকিয়ে রয়েছেন। সেটা পাওয়া গেলে দুর্গাপুজোর আগে বা নভেম্বরে কলকাতা বইমেলার আয়োজন করা যেতে পারে।