শিলাদিত্যর ‘রেডিয়ো’র সঙ্গে সম্পর্কে প্রিয়াঙ্কা
RBN Web Desk: ছবিতে বিভিন্ন ধরণের প্রেমের কাহিনী দেখে দর্শক অভ্যস্ত। কখনও ভিন্ন বিত্ত, কখনও বা ভিন্ন ধর্ম, এরকম নানা প্রেমের কাহিনী বারবার এসেছে ছবির পর্দায়, যার পরিণতি বেশিরভাগ ক্ষেত্রেই সুখকর। কিন্তু কেমন হবে, যদি কোনও যন্ত্রের সঙ্গে মানুষের প্রেম হয়? সেই বিষয়কে পরিচালক শিলাদিত্য মৌলিক ঘোষণা করলেন তাঁর নতুন ছবি ‘রেডিয়ো’।
যন্ত্র হিসেবে রেডিয়ো একসময় সব মানুষের কাছেই ছিল এক বিস্ময়ের বস্তু। সেই বিস্ময়ের প্রেমে পড়বেন প্রিয়াঙ্কা সরকার।
আরও পড়ুন: শেষ যাত্রায় ব্রাত্য, পথ হেঁটেছিলেন মাত্র কয়েকজন
তাঁর নতুন ছবির ব্যাপারে বলতে গিয়ে তিনি শিলাদিত্য জানালেন, “অনেকদিন ধরেই এরকম একটা গল্প নিয়ে ছবি করার কথা ভাবছিলাম। আমরা যখন ছোট ছিলাম, তখন সোশ্যাল মিডিয়া ছিল না। রেডিয়োর থেকে বেরিয়ে আসা কোনও মানুষের আওয়াজ আমাদের খুব অবাক করত। আমরা ভাবতাম, ওই বাক্সের মধ্যে কি কেউ তাহলে বসে আছে?”
ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া আসার পূর্ববর্তী সময়ে মানুষের বিনোদনের ধারাও ফুটে উঠবে এই ছবিতে।
প্রিয়াঙ্কার সঙ্গে এই প্রথম কাজ করতে চলেছেন শিলাদিত্য। “এই ছবিতে প্রিয়াঙ্কার নতুন রূপ আশা করি দর্শকের ভালো লাগবে,” বললেন পরিচালক।
ছবির অন্যান্য অভিনেতা-অভিনেত্রী এখনও পর্যন্ত চূড়ান্ত না হলেও, খুব কম সংখ্যক শিল্পী এই ছবিতে কাজ করবেন বলে জানিয়েছেন শিলাদিত্য।