আসল-নকলের এবার চূড়ান্ত ফয়সালা
RBN Web Desk: দুই পাত্রীকে নিয়ে নাজেহাল অর্ক (অর্ক পালচৌধুরী)। একদিকে প্লাস্টিক সার্জারি হওয়া অন্য রূপধারী ‘আসল’ ঝিনুক (কৌশাম্বী চক্রবর্তী) ও অন্য দিকে আসল ঝিনুকরূপী ‘নকল’ ঝিনুক (শর্মিষ্ঠা আচার্য), এই দুজনকে নিয়ে জেরবার অবস্থা নায়কের।
‘নকল’ ঝিনুকের সঙ্গে বিয়ে ঠিক হলেও, অর্ক বিয়ে করতে চায় ‘আসল’ ঝিনুককেই। কিন্তু ‘আসল’ ঝিনুক শত চেষ্টাতেও প্রমাণ করতে পারছে না যে সেই আসল। সব মিলিয়ে সাংঘাতিক জটিল পরিস্থিতি।
‘আমার কাছে কন্টেন্টই শেষ কথা’
যাই হোক, মুখোশের আড়ালে ধারাবাহিকে এই সপ্তাহেই কাটতে চলেছে সেই জট। আসল-নকলের একটা চূড়ান্ত ফয়সালা হবেই তাতে সন্দেহ নেই। আশা করা যায় ‘আসল’ ঝিনুকের সাথেই মালাবদল হবে অর্কর। আর হবে নাই বা কেন? ধারাবাহিকটির মধুরেণ সমাপয়েৎ তো করতেই হবে।