প্রথম পাঁচে নেই দেশনায়কের গল্প
RBN Web Desk: দর্শকদের ভালো লাগলেও, এই সপ্তাহে প্রথম পাঁচে নেই নেতাজি ধারাবাহিকটি। ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের সাপ্তাহিক আরবান ১৫+ তালিকায় দেশনায়কের গল্প এবার নবম স্থানে।
তবে আরও অপ্রতিরোধ্য হয়ে উঠছে শ্যামা মেয়ের গল্প। গতবারের তুলনায় এ সপ্তাহে রেটিং আরও বাড়িয়ে নিয়েছে এই ধারাবাহিকটি। টানা ২২ সপ্তাহ টিআরপি তালিকার শীর্ষে থাকার পর কিছু সপ্তাহ দ্বিতীয় স্থানে থাকলেও এখন আবার জোরকদমে ফিরে এসেছে এই কৃষ্ণকলি। গত সপ্তাহে কৃষ্ণকলির রেটিং ছিল ১২.৩ আর এবারে সেটা ১৩.৪।
অর্ধশতক পেরিয়ে
নতুন শুরু হওয়া ধারাবাহিকগুলির মধ্যে আমি সিরাজের বেগম ও গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে আপাতত খুব একটা ভালো জায়গায় নেই। ভক্তিমূলক ধারাবাহিক মহাপীঠ তারাপীঠ-এর রেটিং পাওয়া যাবে পরের সপ্তাহে।
সব মিলিয়ে এ সপ্তাহের আরবান ১৫+ তালিকায় প্রথম ১০টি ধারাবাহিক এরকম।
১. কৃষ্ণকলি (১৩.৪)