এবার দুঁদে গোয়েন্দা সিধু
RBN Web Desk: তিন বন্ধু সৌম্য, রাজদীপ ও অর্ক কলকাতার বাইরে ছুটি কাটাতে যায়। তাদের বান্ধবীরাও সঙ্গে যায়। সৌম্যর প্রেমিকার নাম মৌরী। হঠাৎ হোটেলের ঘরে অস্বাভাবিক মৃত্যু হয় সৌম্যর। এই মৃত্যুর জন্য কে দায়ী? সৌম্যর বন্ধুরা কিছু বুঝতে পারে না। রহস্যমৃত্যুর কিনারা করতে তদন্তে নামেন কলকাতা পুলিশের দুঁদে গোয়েন্দা সঞ্জয়। কী হয় তারপর?
এই নিয়েই তুহিন সিনহা পরিচালনা করেছেন ওয়েব সিরিজ় ‘মুখোশ: দ্য মাস্ক’। সিরিজ়ের কাহিনীকারও তিনি।
এই সিরিজ়ে সঞ্জয়ের চরিত্রে অভিনয় করেছেন গায়ক সিদ্ধার্থ রায় ওরফে সিধু। মৌরীর চরিত্রে রয়েছেন অবন্তিকা বিশ্বাস। এর আগে অবন্তিকাকে দর্শক পাভেল পরিচালিত ‘রসগোল্লা’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখেছেন। এছাড়াও রয়েছেন তমাল রায়চৌধুরী, সঞ্জীব সরকার, দিব্যেন্দ্যুশেখর দাস ও লামা হালদার।
আরও পড়ুন: আবারও বাংলায় জনপ্রিয় হিন্দি মেগাধারাবাহিক
ক্রাইম থ্রিলার ‘মুখোশ’-এর ছ’টি পর্বের প্রতিটিতে পরতে-পরতে রয়েছে রহস্যের গন্ধ।
তুহিন জানালেন, ‘প্রত্যেকটা মুখোশের আড়ালে একটা করে মুখ লুকিয়ে রয়েছে। সেই মুখটা কারোর ক্ষেত্রে ভালো, আবার কারোর ক্ষেত্রে খারাপ। সেই রহস্যই উন্মোচন হবে এই সিরিজ়ে।”
সিধুর দাবি, ‘সঞ্জয়ের চরিত্রটা বেশ মজার। সে গানও ভালোবাসে। এরকম একটা চরিত্রে অভিনয় করতে পেরে খুব ভালো লেগেছে।’
এই ওয়েব সিরিজ়ে অভিনয় করে উচ্ছ্বসিত অবন্তিকাও।
মার্চ থেকে ফ্লিক্সবাগ ডিজিটাল (ওটিটি) প্ল্যাটফর্মে দেখা যাবে ‘মুখোশ’।