টেলিভিশনের পর্দায় আরজি কর কাণ্ড
RBN Web Desk: আরজি কর কাণ্ড এবার আসছে টেলিভিশনের পর্দায়। গত বছর ৯ আগস্ট আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ড এবার আসছে ‘পুলিশ ফাইলস’ (Police Files) ধারাবাহিকে। সে রাতের ঘটনা এবং তার পরবর্তীতে গোটা রাজ্য তথা দেশজুড়ে আন্দোলন এখনও সকলের স্মৃতিতে টাটকা। সেই ঘটনাকে পর্দায় তুলে ধরতে চলেছে ‘পুলিশ ফাইলস’। অভিনয়ে থাকবেন শুভশ্রী, আশিস পাঠক, রিনা মিত্র, চন্দন বন্দ্যোপাধ্যায় ও রানা রায়।
৯ আগস্ট রাত তিনটে থেকে ভোর ছ’টার মধ্যে সরকারি হাসপাতালে ঘটে যায় এক পোস্টগ্র্যাজুয়েট পড়ুয়া ডাক্তারের মর্মান্তিক ধর্ষণ ও হত্যার ঘটনা। পরদিন হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার করা হয় মেয়েটির মৃতদেহ। সারা দেশ চমকে ওঠে কর্তব্যরত এক ডাক্তারের এই পরিণতি দেখে। মেয়েরা কি তবে নিজের কর্মক্ষেত্রেও নিরাপদ নয়! মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয় এক সিভিক ভলান্টিয়ারকে, নাম সঞ্জয় রায় (Sanjoy Roy)। সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করা হয় তাকে। সারা দেশে ওঠে প্রতিবাদের ঝড়। সারা পৃথিবী শিউরে ওঠে ঘটনার বিবরণ শুনে।
আরও পড়ুন: ৬০ বছর পর বড়পর্দায় ‘নায়ক’, উদ্যোগী সৃজিত
একটি সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে যার স্বপ্ন ছিল চিকিৎসার মাধ্যমে মানুষের সেবা করা, রাতারাতি ভেঙে চুরমার হয়ে গেল সেই স্বপ্ন। অকালে ঝরে গেল একটি উজ্জ্বল নক্ষত্র। পড়ে রইলেন অসহায় বাবা-মা। তাঁদের শূন্যতা কোনওদিন পূরণ হবার নয়। বিচার আসবে কি?
এই নিয়েই ‘পুলিশ ফাইলস’-এর এবারের পর্ব। সদ্য শহরের বুকে ঘটে যাওয়া নিষ্ঠুর হত্যাকাণ্ডের নাট্যরূপ দেখা যাবে ধারাবাহিকের মাধ্যমে। তিলোত্তমার ভূমিকায় রয়েছেন শুভশ্রী। কলেজের অধ্যক্ষের ভূমিকায় থাকবেন রানা এবং অভিযুক্ত সিভিক পুলিশের চরিত্রে চন্দন।
৮ ও ৯ ফেব্রুয়ারি আকাশ আট চ্যানেলে দেখা যাবে পর্বটি।