দুই বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণ

RBN Web Desk: বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলাভাষা ব্যবহারকারী মানুষের কাছে ২১ ফেব্রুয়ারি, এই দিনটি অত্যন্ত গর্বের। সেই দিনটির গৌরবকে আরও উজ্জ্বল করার স্বার্থে শুরু হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা সম্মেলন ২০২১। আজ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে অনলাইনে। ‘পৃথিবীর সব ভাষা বেঁচে থাকুক আপন মহিমায়’ এই প্রতিপাদ্য নিয়ে এই সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক সংগঠন মুক্ত আসর এবং কলকাতার ছায়ানট।

সম্মেলনে অংশগ্রহণ করবেন বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, পেরু, নেপাল, জার্মানি, রাশিয়া ও অস্ট্রেলিয়া থেকে ৩৬জন শিক্ষাবিদ, গবেষক, সংগীতশিল্পী এবং সাংবাদিক। আলোচনার বিষয়বস্তু হিসেবে তুলে ধরা হবে বাংলা ভাষাসহ অন্যান্য ভাষার চর্চা বৃদ্ধি এবং উন্নয়ন।

আরও পড়ুন: লেখক যখন চরিত্র হয়ে ওঠেন, সংবেদনশীল গল্পকথায় ‘মালিনী’

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণে প্রাণ হারায় একাধিক তরুণ।

আজ বিকেলে পাঁচটায় এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন ভাষা সংগ্রামী এবং রবীন্দ্রগবেষক আহমদ রফিক। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ, সাহিত্যিক এবং গবেষক পবিত্র সরকার, মুক্ত আসরের প্রধান উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মাসদুর রহমান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, লেখক ও সাংবাদিক সৈয়দ হাসমত জালাল, ও আবেদা সুলতানা, আহমেদ হেলাল, নুরুণ আকতাররা।


ছায়ানটের সভাপতি সোমঋতা মল্লিক জানালেন, “অন্যান্য বছর আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কলকাতায় দুদিন ব্যাপী অনুষ্ঠান করে থাকি। তবে এবার করোনা ভাইরাসের কারণে তা সম্ভব হলো না। তাই মুক্ত আসরের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা এই অনলাইন অনুষ্ঠানটির আয়োজন করেছি। আশা রাখি এর ফলে দুই দেশের পারস্পরিক সাংস্কৃতিক যোগাযোগ আরও বৃদ্ধি পাবে।”

ছবি: দ্য ডেইলি স্টার

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *