হলিউডে ‘দৃশ্যম’?

RBN Web Desk: এবার হলিউডে তৈরি হতে চলেছে ‘দৃশ্যম’ (Drishyam)। ২০১৩ সালে মুক্তি পায় জিতু জোসেফ পরিচালিত মালায়লম ছবিটি। মুখ্য ভূমিকায় ছিলেন মোহনলাল (Mohanlal), মীনা ও অনসীবা হাসান। ২০১৫ সালে মুক্তি পায় নিশিকান্ত কামত (Nishikanth Kamat) পরিচালিত ছবিটির হিন্দি সংস্করণ। অভিনয় করেছিলেন অজয় দেবগণ (Ajay Devgn), শ্রীয়া শরণ, ইশিতা দত্ত ও তব্বু (Tabu)। দুটি ছবিই প্রবল জনপ্রিয় হয়।

একাধিক ভারতীয় ভাষায় তৈরি হয়েছে ‘দৃশ্যম’। সূত্রের খবর, এবার হলিউডেও তৈরি হতে চলেছে ছবিটি। হলিউড ছাড়াও কোরিয়ান ভাষায় তৈরি হতে পারে ‘দৃশ্যম’। ইতিমধ্যে নাকি কাজও শুরু হয়ে গিয়েছে। স্প্যানিশ ভাষাতেও ছবিটি তৈরির চিন্তাভাবনা রয়েছে নির্মাতাদের। আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে অন্তত ১০টি ভাষায় এই ছবি তৈরি হতে পারে।

আরও পড়ুন: আপাতত টেলিভিশন থেকে দূরে স্বস্তিকা

২০২১ সালে মুক্তি পায় মূল মালায়লম ছবিটির সিক্যুয়েল ‘দৃশ্যম ২’ (Drishyam 2)। তার পরের বছর হিন্দি সিক্যুয়েলটি মুক্তি পায়।    




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *