মৃণাল সেনের টেলিভিশন সিরিজ় এবার ইন্টারনেটে
RBN Web Desk: মৃণাল সেন পরিচালিত টেলিভিশন সিরিজ় ‘কভি দূর কভি পাস’ এখন দেখা যাবে ইউটিউবে। গতকাল এই সিরিজ়ের প্রথম পর্ব ‘দশ সাল বাদ’ ইউটিউবে আপলোড করেছেন মৃণালপুত্র কুণাল সেন। ‘দশ সাল বাদ’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন গিরিশ করনড ও অপর্ণা সেন।
১৯৮৬-৮৭ নাগাদ দূরদর্শনে সম্প্রচারের জন্য এই সিরিজ়টি তৈরি করেছিলেন মৃণাল। একটি বিখ্যাত বিজ্ঞাপনী সংস্থা ছিল সিরিজ়টির প্রযোজক। ২২ মিনিট দৈর্ঘ্যের ১২টি পর্ব নিয়ে ছিল এই সিরিজ়।
আরও পড়ুন: আবারও মিমি-অর্জুন, এবার সঙ্গে হরিহরণপুত্র
সেই সময় টেলিভিশন প্রযোজনা হতো ইউম্যাটিক টেপে। সম্পূর্ণ সিরিজ়টির সত্ত্বাধিকারী ছিল দূরদর্শন। তবে তাঁর বাবার পরিচালিত এই সিরিজ়়টি সংগ্রহে রেখে দেওয়ার গুরুত্ব বুঝতে পারেননি তৎকালীন দূরদর্শন কর্তৃপক্ষ, দাবি কুণালের। তাই সেই ইউম্যাটিক টেপ মুছে পরবর্তীকালে অন্য অনুষ্ঠান রেকর্ডিং করা হয়।
কুণাল জানিয়েছেন যে সিরিজ়টির কয়েকটি পর্ব লো-রেজ়োলিউশন ভিইইচএস টেপে তাঁর বাবা তাঁকে পাঠিয়েছিলেন। কুণালের ব্যক্তিগত সংগ্রহে ‘কভি দূর কভি পাস’-এর কয়েকটি পর্ব রয়েছে। দর্শকের ভালো লাগলে তিনি পর্যায়ক্রমে সেগুলি আপলোড করবেন।
আরও পড়ুন: শিলাদিত্যর ‘রেডিয়ো’র সঙ্গে সম্পর্কে প্রিয়াঙ্কা
তবে কুণাল এও জানিয়েছেন যে এই সিরিজ়ের ডিজিটাল সত্ত্বাধিকারী তিনি নন। তাই কারওর আপত্তি থাকলে বা এই সংক্রান্ত পর্যাপ্ত প্রমাণ দিতে পারলে তিনি তা ইউটিউব থেকে সরিয়ে নেবেন।
‘কভি দূর কভি পাস’ মৃণাল পরিচালিত সম্ভবত একমাত্র টেলিভিশন সিরিজ়।