এবার ঋতুপর্ণর ‘জ্যেষ্ঠ পুত্র’ প্রসেনজিৎ

RBN Web Desk: সব মিলিয়ে ছবির সংখ্যা আট। ১৯৯৬ সালে উনিশে এপ্রিল দিয়ে শুরু, আর শেষ ছবি ২০১১-এ নৌকাডুবি, যা হিন্দীতে কশমকশ নামেও মুক্তি পেয়েছিল। এর মাঝে ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করেছেন উৎসব (২০০১), চোখের বালি (২০০৩), দোসর (২০০৬), খেলা (২০০৮), দ্য লাস্ট লিয়র (২০০৮), এবং সব চরিত্র কাল্পনিক (২০০৯) ছবিতে।

সেই ঋতুপর্ণর ‘জ্যেষ্ঠ পুত্র’ গল্প অবলম্বনে একই নামের ছবি পরিচালনা করতে চলেছেন কৌশিক গাঙ্গুলী। মুখ্য ভূমিকায় প্রসেনজিৎ।

আমার সংসার চালাতেন কিশোর কুমার: গৌতম ঘোষ

সম্প্রতি সংবাদমাধ্যমকে প্রসেনজিৎ জানালেন, এই গল্প নিয়ে ঋতুপর্ণ নিজেই ছবি করতে চেয়েছিলেন ২০১০-এ। কিন্তু তখন তিনি সৃজিত মুখোপাধ্যায়ের অটোগ্রাফ ছবির কাজে ব্যস্ত, তাই সময় দিতে পারেননি। পরে ঋতুপর্ণর সাথে বেশ কয়েকবার ছবিটা নিয়ে কথা হলেও, নানান কারণে আর করা হয়ে ওঠেনি, বললেন প্রসেনজিৎ।

ঋতুপর্ণ মারা যান ২০১৩ সালে, আর স্বাভাবিক ভাবেই ছবিটি নিয়ে আর কথাবার্তা এগোয়নি।

চরণতলে কোটি শশী নিয়ে ফিরলেন সাহানা বাজপেয়ী

সূত্রের খবর, ঋতুপর্ণর মূল গল্পে কিছুটা পরিবর্তন এনে চিত্রনাট্যের কাজ প্রায় শেষ করে ফেলেছেন কৌশিক। সবকিছু ঠিকঠাক গেলে, এ বছরের শেষদিকে শ্যুটিং শুরু হওয়ার কথা জ্যেষ্ঠ পুত্র-এর। কৌশিকের পরিচালনায় প্রসেনজিতের তৃতীয় ছবি হতে চলেছে জ্যেষ্ঠ পুত্র। তবে অন্যান্য ভূমিকায় কারা অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি, সূত্রের দাবী। 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *