হাসপাতালে ভর্তি সন্তু মুখোপাধ্যায়
RBN Web Desk: তীব্র শ্বাসকষ্টের জেরে হাসপাতালে ভর্তি হলেন প্রবীণ অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। ৪ ফেব্রুয়ারি রাত থেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি দেখে তাঁকে দ্রুত ঢাকুরিয়ায় এক বেসরকারী হাসপাতালে ভর্তি করে দেন তাঁর মেয়ে স্বস্তিকা মুখোপাধ্যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে যে শ্বাসকষ্টের পাশাপাশি ড্রাউজ়িনেসের সমস্যাও রয়েছে ৬৮ বছর বয়সী এই অভিনেতার। এছাড়া দীর্ঘদিন ধরে ডায়াবিটিসেও আক্রান্ত তিনি। হিমোগ্লোবিন ও পটাশিয়ামের মাত্রাও অনেকটাই কম ছিল। আপাতত হাসপাতালের আইটিউ-তে রাখা হয়েছে তাঁকে।
আরও পড়ুন: সিনেমার মতোই ছিল যে জীবন
প্রাথমিকভাবে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকলেও, চিকিৎসায় সাড়া দিচ্ছেন সন্তু মুখোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল বলে জানা গেছে। তবে আরও ৭২ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।