সূচনার পর ডাইনির চরিত্রে মিমি?
RBN Web Desk: তাঁর অভিনীত রায়হান রফির ছবি ‘তুফান’ (Toofan) রমরমিয়ে চলছে। পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তি পাবে এই সপ্তাহেই। এর মধ্যেই জানা গেল অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) অন্য একটি কাজে ব্যস্ত। এই মুহূর্তে পরিচালক নির্ঝর মিত্রের (Nirjhar Mitra) পরিচালিত ‘ডাইনি’ (Daini) ওয়েব সিরিজ়ের শুটিং করছেন মিমি। এমনকী দিনে দশেকের শুটিংও সেরে ফেলেছেন তাঁরা।
সাংসদ থাকাকালীন বেশ কিছু বছর মিমিকে সেভাবে বড়পর্দায় দেখা যায়নি। তার মধ্যে ২০২২-এ মৈনাক ভৌমিকের ‘মিনি’ (Mini) ও গতবছর নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ’ (Raktabeej) ছবিতে অন্য ধরণের চরিত্রে দেখা যায় তাঁকে। এ বছর ওপার বাংলার আগাগোড়া মূলধারার ছবি ‘তুফান’-এ শাকিব খানের বিপরীতে রয়েছেন তিনি। ছবিতে মিমির অভিনীত চরিত্রের নাম সূচনা।
আরও পড়ুন: চার দশক পেরিয়ে বড়পর্দায় মহুয়া
বাংলাদেশ থেকে ফিরেই নতুন কাজে জড়িয়ে পড়েছেন মিমি। এই প্রথম কোনও ওয়েব সিরিজ়ে দেখা যাবে তাঁকে। টেলিভিশনের চেনা মুখ শ্রুতি দাসকে একটি ছোট চরিত্রে দেখা যাবে এই সিরিজ়ে। মিমি থাকবেন সিরিজের মুখ্য ভূমিকায়।
গতবছর নির্ঝরের পরিচালনায় ‘শিকারপুর’ (Shikarpur) ওয়েব সিরিজ়টি জনপ্রিয় হয়েছিল। ডাইনি প্রথা অনেকাংশেই মানব সভ্যতা থেকে হারিয়ে গেলেও এখনও উত্তরবঙ্গের প্রত্যন্ত কিছু অংশে এর প্রভাব রয়েছে। আজও কিছু নিরীহ মানুষকে ডাইনি অভিযোগে অত্যাচারিত হতে হয়। সেই নিয়েই নির্ঝরের এই সিরিজ়।
আরও পড়ুন: কমছে বাংলা ছবির প্রজেকশন খরচ
মিমি নিজে জলপাইগুড়ির মেয়ে। সেটাও কিছুটা তাঁর এই সিরিজ়ে রাজি হওয়ার কারণ বলে জানিয়েছেন নির্ঝর। অভিনেত্রী নিজের কাজ নিয়ে যথেষ্ট সিরিয়াস এবং অসম্ভব পরিশ্রমী, এমনটাও জানালেন তিনি।
ছবিতে ডাইনি প্রথার বিরুদ্ধে সরব হবে মিমির চরিত্রটি, আপাতত এটুকুই জানা গিয়েছে।