রবীন্দ্রনাথ ঠাকুর ও গুরু নানককে সম্পৃক্ত করলেন দিলজিত

RBN Web Desk: কিছুদিন আগেই সঙ্গীতশিল্পী ও অভিনেতা দিলজিত দোসাঞ্জের (Diljit Dosanjh) কলকাতায় অনুষ্ঠান করতে আসা নিয়ে হইচই পড়ে গিয়েছিল সামাজিক মাধ্যমে। নিজের অনুষ্ঠানের নির্ধারিত দিনের তিনদিন আগেই শহরে এসে পৌঁছেছিলেন তিনি। তারপর দুটো দিন শহর পরিক্রমা করেছেন, যার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল।

গতকাল তাঁর মূল অনুষ্ঠানের সব টিকিটও আগেই বিক্রি হয়ে গিয়েছিল। অনুষ্ঠানে হাজির ছিলেন নুসরত জাহান ও যশও। দিলজিতের এক গানে নাচতেও দেখা গেল তাঁদের।

আরও পড়ুন: সৃজিতের সিরিজ়ে বিচারকের ভূমিকায় দেবেশ চট্টোপাধ্যায়

কলকাতা শহরের সংস্কৃতি সম্পর্কে কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ আনেন দিলজিত। বললেন, রবীন্দ্রনাথ এ দেশের জাতীয় সঙ্গীত লিখেছিলেন। তাঁকে বিশ্বসঙ্গীত লিখতে বলা হয়েছিল, কিন্তু তিনি বলেন, তা গুরু নানক লিখে গিয়েছেন।

কলকাতা শহরে ঘুরে বেড়ানোর সুখকর অভিজ্ঞতা সম্পর্কেও বহু কথা বলেন দিলজিত। শহরের স্তুতিতে খুশি দর্শকেরাও।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *