আবারও বড় পর্দায় প্রজ্ঞাপারমিতা বনাম ব্যোমকেশ
RBN Web Desk: আবারও বড় পর্দায় আসছে প্রজ্ঞাপারমিতা মুখোপাধ্যায় ওরফে মিতিনমাসি। সুচিত্রা ভট্টাচার্যর লেখা জনপ্রিয় এই গোয়েন্দা সিরিজ়ের প্রথম ছবি ‘মিতিন মাসি’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ২ অক্টোবর। অরিন্দম শীলের পরিচালনায় এই ছবির নাম ভূমিকায় রয়েছেন কোয়েল মল্লিক। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিনয় পাঠক, জুন মালিয়া, শুভ্রজিত দত্ত, রিয়া বণিক ও অনির্বাণ চক্রবর্তী। সুচিত্রার ‘হাতে মাত্র তিনটি দিন’ অবলম্বনে অরিন্দম তৈরী করেছেন ‘মিতিন মাসি’।
টালিগঞ্জ সূত্রের খবর, পুজোয় মুক্তিপ্রাপ্ত ‘মিতিন মাসি’র বক্স অফিস সাফল্যে খুশি এই ছবির প্রযোজনা সংস্থা। তাই আগামী পুজোয় ‘কেরালায় কিস্তিমাত’ অবলম্বনে আসতে চলেছে মিতিনমাসির নতুন ছবি। এই ছবিতেও কোয়েল, শুভ্রজিত ও রিয়া থাকছেন। বাকি অভিনেতা-অভিনেত্রীদের নাম এখনও চূড়ান্ত হয়নি।
আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে
২০২০-এর পুজোয় মিতিনমাসি সিরিজ়ের নতুন ছবি মুক্তি পেলে, এবারের মতোই টক্কর হবে শরদিন্দু বন্দোপাধ্যায় সৃষ্ট ব্যোমকেশ বক্সীর সঙ্গে। এ বছর সায়ন্তন ঘোষালের পরিচালনায়, শরদিন্দুর ‘মগ্ন মৈনাক’ কাহিনী অবলম্বনে ‘সত্যান্বেষী ব্যোমকেশ’ মুক্তি পেয়েছে পুজোর আগেই। এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সায়ন্তন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন আগামী পুজোয় ‘দুর্গরহস্য’ অবলম্বনে মুক্তি পাবে ব্যোমকেশ সিরিজ়ের নতুন ছবি। ‘সত্যান্বেষী ব্যোমকেশ’-এর শেষ দৃশ্যেই এর আভাস পাওয়া গেছে।
তবে পরমব্রতর পরিচালনায় একটি ওয়েব সিরিজ়েও আসতে চলেছে মিতিনমাসি। সেই সিরিজ়ের নাম ভূমিকায় অর্পিতা চট্টোপাধ্যায়ের অভিনয় করার কথা।