সৃজিতের হাত ধরে ওয়েব সিরিজ়ে ফেলুদা
RBN Web Desk: সত্যজিৎ রায় সৃষ্ট জনপ্রিয় গোয়েন্দা চরিত্র প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদাকে ওয়েব সিরিজ়ে আনতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শোনা যাচ্ছে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে এই সিরিজ়ের শুটিং করবেন তিনি। একটি জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে সিরিজ়টি।
সূত্রের দাবী, প্রযোজনা সংস্থার কাছে ‘ছিন্নমস্তার অভিশাপ’ ও ‘যত কান্ড কাঠমান্ডুতে’ গল্প দুটিকে নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন সৃজিত। বড় পর্দার ছবির মতোই শুটিং করা হবে এই ফেলুদা সিরিজ়ের।
আরও পড়ুন: নন্দন সহ আরও ১৫টি প্রেক্ষাগৃহে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
ফেলুদার চরিত্রে অভিনয়ের জন্য আপাতত অনির্বাণ ভট্টাচার্য, টোটা রায়চৌধুরি, ইন্দ্রনীল সেনগুপ্ত ও আবির চট্টোপাধ্যায়ের নাম মাথায় ঘুরছে সৃজিতের। তবে ফেলুদার গল্পের অন্যতম দুই কেন্দ্রীয় চরিত্র, তোপসে ও জটায়ুর ভূমিকায় কাকে দেখা যাবে তা এখনও ঠিক করেননি ‘গুমনামী’র পরিচালক।
এর আগে বড় পর্দায় সন্দীপ রায়ের পরিচালনায় ‘বাদশাহী আংটি’ ছবিতে ফেলুদার ভূমিকায় অভিনয় করেছিলেন আবির।
ছবি: সবুজ দাস