কলকাতায় কেতন-রাজ, ‘তদন্তে’ চিরঞ্জিত
RBN Web Desk: ২০০৮ সালে ₹১২০ কোটির স্টক মার্কেট কেলেঙ্কারিতে সংবাদপত্রের পাতায় উঠে এসেছিল একটি নাম, কেতন পারেখ। মুম্বইয়ের দালাল স্ট্রিটে হাতেখড়ি হলেও কলকতার শেয়ার বাজারে এক সময় চলত কেতন-রাজ। ভারতের প্রায় প্রত্যেকটি শেয়ার বাজারে বেনামে কোটি-কোটি টাকার লেনদেন করতেন একদা শেয়ার মাফিয়া হর্ষদ মেহেতার এই ডানহাত।
কুখ্যাত মাফিয়া হিসেবে যাদের নাম একেবারে প্রথম সারিতে উঠে আসে, তাদের জীবন-জীবিকা অবলম্বনে ছবি করার রেওয়াজ নতুন নয়। তবু এমন কিছু মানুষ থাকে, যারা ওই দলে থাকতে থাকতেই সবকিছুর ঊর্ধ্বে উঠে প্রথমে নেতার ছায়াসঙ্গী, পরে তার ডানহাত এবং শেষমেশ প্রধান হিসেবে অধিষ্ঠিত হওয়ার বিশ্বাস অর্জন করে ফেলে। তেমনই একজন ছিলেন কেতন। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কেতন তাঁর কর্মজীবন শুরু করেন মুম্বইয়ের একটি নামী আর্থিক উপদেষ্টা সংস্থায়। পরে তিনি বিশ্বের অন্যতম বৃহৎ আর্থিক কেলেঙ্কারির পুরোধা হর্ষদের সংস্থায় যোগ দেন। ক্রমে তিনি হয়ে ওঠেন হর্ষদের ভরসার পাত্র।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
কলকাতার শেয়ার বাজারে ঘটে যাওয়া সেই আর্থিক কেলেঙ্কারির ঘটনাকে কেন্দ্র করেই ছবি করেছেন পরিচালক সত্যজিৎ দাস। ছবির নাম ‘মানি মাফিয়া’।
রেডিওবাংলানেট-কে সত্যজিৎ জানালেন, “হিন্দিতে স্টক মার্কেট কেলেঙ্কারি নিয়ে একাধিক ছবি হলেও, বাংলায় এই ধরণের কাজ হয়নি বললেই চলে। তাই এই বিষয়ে ছবি করার সিদ্ধান্ত নিই। তবে মুম্বই বা দক্ষিণী কোনও ছবির প্রভাব ‘মানি মাফিয়া’তে নেই।”
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
অপরাধ, উত্তেজনা, ধরপাকড় অর্থাৎ পুরোপুরি ক্রাইম থ্রিলার ধারার ছবি ‘মানি মাফিয়া’র শুটিং হয়েছে লালবাজার, লায়ন্স রেঞ্জ, বিধাননগর, ডালহৌসি ও ধর্মতলার মতো এলাকায়।
এই ছবিতে তদন্তকারী সিবিআই অফিসারের চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী। কেতনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুরজিত মানাকে। এছাড়াও রয়েছেন জয় সেনগুপ্ত, দেবপ্রসাদ হালদার, বিশ্বজিৎ চক্রবর্তী, রিয়া সরকার, সান্ত্বনা বোস, অভিজিৎ দাসরা।
ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন সমীর-কৌশিক। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন আদিত্য রাজ। সঙ্গীত পরিচালনা অমিত মিত্রের।
ভারতের প্রায় প্রত্যেকটি শেয়ার বাজারে বেনামে কোটি-কোটি টাকার লেনদেন করতেন একদা শেয়ার মাফিয়া হর্ষদ মেহেতার এই ডানহাত। তাই বাংলা ছাড়াও হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি।
সদ্য শেষ হয়েছে ছবির শুটিং। এখন চলছে পোস্ট-প্রোডাকশন। সবিকছু ঠিক থাকলে মে মাসে মুক্তি পাবে ‘মানি মাফিয়া’।