খুনের চেষ্টা, প্রেম ও তার পরণতি নিয়ে শুরু হলো নতুন ধারাবাহিক
RBN Web Desk: অনাথ রাধিকা ফ্যাশন ডিজ়াইনার হওয়ার স্বপ্ন দেখে। কৌশিকের সঙ্গে বিয়ে ঠিক হয় তার। কিন্তু হঠাৎ করেই বিয়ের ঠিক আগের দিন নিখোঁজ হয়ে যায় কৌশিক। এই কৌশিকই একটা সময় খুনের চেষ্টা করে রাধিকাকে। দার্জিলিঙে নিয়ে গিয়ে তাকে খাদ থেকে ফেলে দিতে চায়। সে যাত্রায় রাধিকার প্রাণ বাঁচায় কর্ণ।
সময়ের গতিপথে কর্ণর সংস্থায় চাকরি নেয় রাধিকা। কর্ণর জীবনে একমাত্র উদ্দেশ্য হলো একজন সফল ব্যবসায়ী হওয়া। সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য কোনও অনভূতিকেই সে পাত্তা দেয় না। তবে কিছুদিনের মধ্যেই রাধিকার মিষ্টি ব্যবহারে মুগ্ধ হয় কর্ণ। দুজনের ঘনিষ্টতা বাড়তে থাকে। রাধিকাকে একদিন বিয়ের প্রস্তাব দেয় সে। রাজি হয় না রাধিকা। অতএব বন্ধুত্বকেই প্রাধান্য দেয় কর্ণ।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
কিন্তু ভাগ্যের চাকাও ঘোরে একদিন। বিয়ে হয় কর্ণ ও রাধিকার। আর তারপরেই ঘটনার মোর ঘুড়ে যায়।
আজ থেকে এক বেসরকারী বিনোদনমূলক চ্যানেলে শুরু হলো নতুন ধারাবাহিক ‘কি করে বলব তোমায়’। এই ধারাবাহিকে রাধিকা ও কর্ণর ভূমিকায় অভিনয় করছেন স্বস্তিকা দত্ত ও ক্রুশল আহুজা। স্বস্তিকাকে এর আগে ‘ভজগোবিন্দ’ ধারাবাহিকে দেখা গেছে। অন্যদিকে ক্রুশল অভিনয় করেছেন ‘রানু পেল লটারি’তে।