‘মালাবদল’ করলেন অনির্বাণ ও প্রিয়াঙ্কা
কলকাতা: ‘মালাবদল’ করলেন অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকার। সাক্ষী থাকলেন অঙ্কুশ হাজরা, নুসরাত ফারিয়া, সোহিনী সরকার, রুদ্রনীল ঘোষের মত শিল্পীরা এবং পরিচালক বিরসা দাশগুপ্ত। তবে বাস্তবে নয়, এই মালাবদল হল বিরসার আগামী ছবি ‘বিবাহ অভিযান’-এর সাংবাদিক সম্মেলনে। অনির্বাণ-প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে স্বামী-স্ত্রী’র ভূমিকায় দেখা যাবে অঙ্কুশ-নুসরাত ও রুদ্রনীল-সোহিনী জুটিকে।
‘বিবাহ অভিযান’-এ অনির্বাণ ও প্রিয়াঙ্কা রয়েছেন যথাক্রমে গনেশ ওরফে বুলেট সিং ও মালতীর ভূমিকায়।
নিজের অভিনীত চরিত্র সম্পর্কে প্রিয়াঙ্কা জানালেন, “মালতী গ্রামের মেয়ে, বেশ ডাকাবুকো। গুলতি ছুঁড়তে সিদ্ধহস্ত। সবাইকে হুমকি দিয়ে বেড়ায়। তার প্রাক্তন বয়ফ্রেন্ডদের নামগুলোও বেশ চমকপ্রদ যেমন হাতকাটা বাপী, ছাপ্পা দিলীপ। কেউ হয়ত দাগী আসামী বা কোনও অপরাধ করে জেলে গেছে। মালতীর এদের নিয়ে খুব গর্ব কারণ এরা সবাই নিজেদের একটা পরিচিতি তৈরি করেছে। সেই চ্যালেঞ্জটাই মালতী গনেশকে দেয় যে তার সঙ্গে প্রেম করতে গেলে কিছু একটা করে দেখাতে হবে। এরপর কিভাবে এই দুজনের প্রেম এগোয়, তাই নিয়েই গল্প।”
খেল দিখা সকোগে না?
বিরসার সঙ্গে প্রথমবার কাজ করছেন অনির্বাণ। বললেন, “বহুদিনের ইচ্ছে ছিল কমেডি ছবিতে অভিনয় করার। বিরসার ছবিতে সেটা সম্ভব হল। ভীষণ আনন্দ করে কাজ করেছি। তবে মানুষকে হাসানোর মত কঠিন কাজ আর হয় না। তাই ঠিক মত উৎরোতে পেরেছি কি না সেটা দর্শকই বলবে।”
ছবির মূল গল্প লিখেছেন রুদ্রনীল আর সঙ্গীত হেঁসেল সামলেছেন জিৎ গাঙ্গুলী।
২১ জুন মুক্তি পাচ্ছে ‘বিবাহ অভিযান’।