বন্ধুত্বের সম্পর্কে টানাপোড়েনের গল্প বলবে ‘একলা আমি’

কলকাতা: অভিক, আয়ুষ, শ্রাবন্তী, অয়ন, দেবারতি ও ওসমান। অভিন্ন হৃদয় ছয় বন্ধু। একই পাড়ায় থাকে সবাই এবং একই কলেজে পড়াশুনা করে। অয়ন বয়সে সবথেকে বড়। সবার কাছে সে আদুভাই। পটলডাঙার টেনিদার মতন প্রতিবছরই পরীক্ষায় ফেল করে সে।

দেবারতি ভালোবাসে অভিককে। কিন্তু দেবারতির দাদা নীলাদ্রি এই সম্পর্ক মানতে নারাজ। ছোট বয়সেই বাবা-মাকে হারিয়েছে অভিক। চার্চের এক ফাদারের কাছে তার বড় হয়ে ওঠা। নীলাদ্রি ফাদারকে শাসিয়ে যায়, অভিক দেবারতির জীবন থেকে সরে না গেলে তার বড় ক্ষতি হয়ে যাবে।

শ্রাবন্তী ভালোবাসে আয়ুষকে। সেটা বুঝতে পেরেও সাড়া দেয় না আয়ুষ। তার বাবা চায় আয়ুষ পড়াশোনা শেষ করে ভালো কোনও চাকরি করুক ও সংসারের দায়িত্ব নিক। তাই বাবার ইচ্ছা-অনিচ্ছার মাঝে বাঁধা পড়ে যায় ছেলেটি।এদিকে ওসমানের দূর্বলতা আছে শ্রাবন্তীর প্রতি। কিন্তু সে কথা তাকে অনেকবার চেষ্টা করেও বলে উঠতে পারেনি ওসমান। যতবারই শ্রাবন্তীর সামনে এসে দাঁড়ায়, সবকিছু কেমন গুলিয়ে যায় ওসমানের। অয়ন চেষ্টা করে শ্রাবন্তী ও আয়ুষদের মিলিয়ে দিতে।

গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই

এরই মাঝে হঠাৎ একদিন নিরুদ্দেশ হয়ে যায় অভিক।

ছয় বন্ধুর সম্পর্কে টানাপোড়েনের গল্প ‘একলা আমি’ নিয়ে আসছেন পরিচালক সুদেব ঘোষ। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন অভিরাজ দাশগুপ্ত, তমাল রায়চৌধুরী, অনামিকা সাহা, সোমা চক্রবর্তী, টাইগার রাজীব, সুমা চৌধুরী, রুম্পা পাত্র, আদর্শ মন্ডল ও সম্রাট বিশ্বাস। আয়ুষের বাবার চরিত্রে দেখা যাবে অভিষেক চট্টোপাধ্যায়কে।

তিন মূর্তি ও পায়ের তলায় সরষে

গতকাল এই ছবির মহরৎ হয়ে গেল শহরে। এ মাসের ২২ তারিখ থেকে শুরু হবে শ্যুটিং। কলকাতা ছাড়াও মেদিনীপুর ও দার্জিলিংয়ে লেন্সবন্দী করা হবে এই ছবি।

একলা আমি-এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সজল ঘোষ। সঙ্গীতের দায়িত্বে এফ এ সুমন।

আগামী সরস্বতী পুজো নাগাদ মুক্তি পাবে এই ছবি।

Amazon Obhijaan

Like
Like Love Haha Wow Sad Angry
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *