সিরিয়ালরূপে আসছে মেগাহিট বাংলা ছবি, চিরঞ্জিতের অভিনীত চরিত্রে রবি শ
RBN Web Desk: এবার সিরিয়ালরূপে ছোট পর্দায় আসছে সর্বকালের অন্যতম সফল বাংলা ছবি বেদের মেয়ে জোসনা। ১৯৮৯ সালে বাংলাদেশে এই ছবি পরিচালনা করেন তোজাম্মেল হক বকুল। মুখ্য ভূমিকায় ছিলেন অঞ্জু ঘোষ ও ইলিয়াস কাঞ্চন। সেই একই ছবি ১৯৯১ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় পরিচালনা করেন মতিউর রহমান পানু। অঞ্জু ছাড়াও অন্যতম মুখ্য চরিত্রে ছিলেন চিরঞ্জিত, শম্ভু ভট্টাচার্য ও শুভেন্দু চট্টোপাধ্যায়।
একটা সময় লোকের মুখে মুখে ফিরত এই ছবির নাম। কলকাতা ও মফঃস্বলের একাধিক প্রেক্ষাগৃহে প্রায় এক বছর টানা চলে এই ছবি। একই নাম নিয়ে সুপারহিট যাত্রাপালাও হয়েছে চিৎপুরে।
নায়ক শহর কলকাতা
বেদের মেয়ে জোসনা-ই এবার মেগা-ধারাবাহিক হিসেবে দেখানো হবে নতুন এক বেসরকারী বিনোদমনমূলক চ্যানেলে যার সম্প্রচার শুরু হবে শীঘ্রই। বানানভেদে ধারাবাহিকটির নাম রাখা হয়েছে বেদের মেয়ে জ্যোৎস্না। চিরঞ্জিতের অভিনীত চরিত্রে দেখা যাবে রবি শ-কে।
এর আগে জীবন জ্যোতি ও রাধা ধারাবাহিকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন রবি। নতুন এই ধারাবাহিক নিয়ে অত্যন্ত উৎসাহিত তিনি।
৩ ফেব্রুয়ারী থেকে দেখা যাবে বেদের মেয়ে জ্যোৎস্না।