নতুন বাংলা ধারাবাহিকে জোজো
RBN Web Desk: বাংলার দর্শক তাঁকে চেনেন সুগায়িকা হিসেবে। মাঝে-মাঝে ছোট ও বড়পর্দায় বিশেষ চরিত্রে অভিনয় করলেও, এই প্রথম কোনও বাংলা ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন জোজো মুখোপাধ্যায়।
আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে ‘গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে’ ধারাবাহিকটি। এরই অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে জোজোকে। দুই খুদে স্কুল পড়ুয়া গুড্ডু ও গুড়িয়ার বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি হচ্ছে এই ধারাবাহিক।
ওয়াকিবহাল মহলের ধারণা, এই ধারাবাহিক কিছুটা হলেও ফিরিয়ে আনতে পারবে রাখিবন্ধন ধারাবাহিকটির স্মৃতি, যদিও সেখানে ছিল দুই ভাইবোনের গল্প।
খেল দিখা সকোগে না?
ছোট পর্দায় তাঁর ফেরা নিয়ে বেশ উৎসাহিত জোজো। এর আগে টিভিতে অনুষ্ঠান সঞ্চালনাও করেছেন তিনি।
চ্যানেলের তরফে এখনও জানানো হয়নি ঠিক কবে থেকে সম্প্রচার শুরু হবে এই নতুন ধারাবাহিকটি।